
ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৩ জানুয়ারী দেশে দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ ও তার শরীর দলগুলো দেশের ৩০০টি আসনে প্রার্থী দেয়ার কার্যকম অনেকটাই শেষের দিকে। সেই অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ থেকে ক্ষমতাশীন আওয়ামীলীগ থেকে কাকে মনোনয়ন দিবেন না জোটের জন্য এবারও আসনটি ছেড়ে দিবেন সে ব্যাপারে অনেকটা চুড়ান্ত। এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষনার পর পরই অনুষ্ঠানিক ঘোষনা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানাগেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে ক্ষমতাশীন দলের ১১জন মনোনয়ন প্রার্থী সোনারগাঁয়ের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া মহাজোটের শরীকদল জাতীয়পার্টির এমপিও রয়েছেন মাঠে। এ আসনটিতে গত দুই বারের সংসদ নির্বাচনে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের সংসদ সদস্য কায়সার হাসনাতকে বাদ দিয়ে শরীক দল জাতীয়পার্টিকে ছেড়ে দেয়া হয়েছিল। সে জন্য গত ১০ বছর ধরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীরা। এবার সোনারগাঁয়ে আওয়ামীলীগের প্রার্থীকে দল মনোনয়ন দিবে সে আশায় সাবেক এমপি কায়সার হাসনাত সহ ১১ জন প্রার্থী নৌকার প্রচারনা চালাচ্ছেন। এদিকে আগামী ৩ জানুয়ারী সম্ভাব্য তারিখ ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। সেই তারিখকে সামনে বিএনপি নির্বাচনমুখী না হলেও ক্ষমতাশীন আওয়ামীলীগ ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেই সাথে তারা মহাজোটের অন্যতম শরীক দল জাতীয়পার্টির জন্য কোন কোন আসন ছেড়ে দেয়া যায় সে ব্যাপারেও বিরোধীদল জাতীয়পার্টি ও সমামন দলগুলোর সাথে আলাপ-আলোচনা শুরু করেছেন। আলাপ আলোচনা শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসনটি কি এবার ক্ষমকাশীন আওয়ামীলীগ রাখবে নাকি অন্যান্যবারের মতো জাতীয়পার্টিকে ছেড়ে দিবে সেই নিয়েই চলছে সোনারগাঁয়ে সর্বত্র আলোচনা। তবে সোনারগাঁয়ের এ আসনটি ক্ষমতাশীল আওয়ামীলীগকে দেয়ার জন্য গত ৫ বছর ধরে নারায়ণগঞ্জের নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে জোড় আবেদন করেছিলেন। সেই হিসেব অনুযায়ী এ আসনটি এবার নৌকার জন্য বরাদ্ধ মনে করলেও বিএনপি এখনও পর্যন্ত নির্বাচনে না আসায় এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হচ্ছে ক্ষমতাশীন আওয়ামীলীগের। তবে গোপনসুত্র থেকে জানাগেছে, ক্ষমতাশীন আওয়ামীলীগ সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পুন করতে মহাজোটের শরীক দলগুলোর সাথে আলাপ- আলোচনা শুরু করেছেন। এর আগে জাতীয়পার্টি নির্বাচনে না আসার ঘোষনা দিলেও গত কয়েকদিন আগে তারা নির্বাচনে আসার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। এদিকে গত ৩রা নভেম্বর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধীদলীয় উপনেতা ও চেয়ারম্যান এবং মহাসচিব ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। সেই বৈঠকে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাও উপস্থিত ছিলেন। সেখানে জাতীয়পার্টি বর্তমান সংসদ সদস্যদের আসন চিন্তিতসহ আরো ২/৩ অতিরিক্ত আসন দাবি করেছেন বলে জানান জাতীয়পার্টির নেতারা। চাইর আছে সে বৈঠকে পর সোনারগাঁ আসনটিও জাতীয়পার্টিকে পূর্বের ন্যায় ছেড়ে দেয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে শেষে রাতের বেলা সোনারগাঁয়ের জাতীয়পার্টির নেতাকর্মীরা মোগরাপাড়া চৌরাস্তা লিজা পাম্পে আনন্দ উৎসব করেন। সে উৎসবে যদিও তারা মনোনয়নের ব্যাপারে অনুষ্ঠানিক কিছু বলেননি তবে খোকার মনোনয়ন নিশ্চিত সে খবর পেয়েই নাকি তারা আনন্দ করেছেন। এদিকে, গত ৯ নভেম্বর ক্ষমতাশীন দল আওয়ামীলীগের সাথে সংবিধান অনুযায়ী নির্বাচনে যাওয়ার ঘোষনা দিয়ে তৃনমুল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষনা দেন। চাউর আছে সেই তৃনমুল বিএনপির সাথে যোগদিবেন গত ৩ বারের বিএনপির সংসদ সদস্য রেজাউল করিম। চাউর অনুয়ায়ী রেজাউল করিম তৃনমুল বিএনপিতে যোগদান করলে এ আসনটি কোন দল পাবে সেটা একটা ভাববার বিষয় আর এই তিন দলের কোন নেতা পাবেন সোনারগাঁয়ের সংসদ সদস্যের টিকেট এ নিয়ে চলছে সর্বত্র গুঞ্জন। এদিকে সুষ্ঠু নির্বাচন সর্ম্পূন করতে বিএনপি না আসলে অন্য দলগুলো যে যার অবস্থান থেকে নির্বাচন অংশ গ্রহন করবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯