
ডান্ডিবার্তা রিপোর্ট সরকার পতনের এক দফা আন্দোলনে নেমে একের পর এক মামলায় জর্জরিত নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। ফলে বাড়ি-ঘর ছেড়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। রাজপথেও রীতিমত কোনঠাসা হয়ে পড়েছে তারা। ২৮ অক্টোরের পর নতুন করে একাধিক মামলার আসামী হয়েছেন, বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, অধ্যাপক মামুন মাহমুদ, আজহারুল ইসলাম মান্নান, বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, আড়াইহাজারের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। ফলে শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে কোনমতে আন্দোলন চালিয়ে যাচ্ছে মাঠ পর্যায়ের কর্মী-সমর্থকরা। পুলিশ ও দলীয় তথ্যমতে, গত ২৮ অক্টোবর আলোচিত মহাসমাবেশের পর থেকে গত সোমবার পর্যন্ত নাশকতার অভিযোগ এনে ১৭টি মামলা দায়ের হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবারও সিদ্ধিরগঞ্জে মামলা হয়েছে। এরমধ্যে ১৭টি মামলার বাদী পুলিশ। শুধু রূপগঞ্জ থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে একটি মামলার বাদী ছাত্রলীগের এক কর্মী। এই সকল মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে কয়েকশত জনকে। ৮ নভেম্বর পর্যন্ত এই সকল মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৯৫ জনকে। এছাড়া গত সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক লেকুর মেয়ে লুৎফুন নাহার লিজা সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে জানিয়েছেন। একইভাবে গত সোমবার বিকেলে শহরের দুই নং রেলগেট থেকে আটক করা হয় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট জাকির হোসেনকে। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে একের পর এক মামলা এবং পুলিশী তৎপরতার কারণে কোনঠাসা হয়ে পড়েছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা। গ্রেপ্তার এড়াতে জেলার শীর্ষ নেতারা গা ঢাকা দিলেও তাদের অনুসারী মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। চতুর্থ দফার অবরোধের শেষদিন সোমবারও জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ, ফতুল্লা ও শহরের কিল্লারপুলে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতায় তারা সুবিধা করতে পারছে না। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাগুপ্তা ভাবে কর্মসূচি পালন করেছে মাঠ পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওদিকে ১৭টি মামলার পর গ্রেপ্তার এড়াতে বাকী নেতারা রয়েছে বাড়ি-ঘর ছাড়া। কারণ পুলিশ আর ডিবি রাত-দিন হানা দিচ্ছে তাদের বাড়ি-ঘরে। তবে অভিযোগ রয়েছে, ক্ষমতাসীনদের সঙ্গে আতাঁত থাকায় কিছু কিছু নেতা ভালোই আছেন। তারা মামলার আসামী হলেও পুলিশ তাদের বাড়ি-ঘরে যায় না। অপরদিকে চতুর্থ দফায় ৯ দিন অবরোধ শেষে পঞ্চম দফায় আজ বুধবার ও কাল বৃহস্পতিবার আরও ৪৮ ঘন্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯