আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ৩:০৮

সোনারগাঁয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজী অভিযোগ

ডান্ডিবার্তা | ১৫ নভেম্বর, ২০২৩ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়াসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। জামপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ইমতিয়াজ আহমেদ নীরবের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। বিনিময়ে তিনি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহায়ার পেয়ে থাকেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার অপকর্ম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। এলাকাবাসী জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন খোকন স্ব-পরিবারে ঢাকার মিরপুরে বসবাস করতেন। তিনি একজন সন্ত্রাসী প্রকৃতির ছিলেন। ফলে ১৯৯০ সালে আলমগীর হোসেন খোকনকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরে ইমতিয়াজ আহমেদ নীরবসহ অন্যান্য সদস্যরা মিরপুর থেকে গ্রামে চলে আসে। দীর্ঘদিন পর সোনারগাঁ উপজেল্ াপরিষদের নির্বাচনের সুবাদে পরিচয় ঘটে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ওমরের সঙ্গে। সেই সূত্রে সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করেন। নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে তার ওয়ার্ডের প্রতিটি মাদক ব্যবসায়ীকে পুলিশের হাত থেকে রক্ষা করতে মাসোহারা নিয়ে থাকেন। পাশাপাশি ওই এলাকায় জমি ক্রয় বিক্রয়, বাড়ি নির্মাণ করতে চাইলেই চাঁদাবাজি করে থাকেন। এ নিয়ে ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদকের ডিলার পিয়ার হোসেন, মজিবুর রহমান, মামুন ও রিয়াজ নিয়মিতভাবে তাকে মাসোহারা দিয়ে থাকেন। বাকিরা মাসোহারা দিতে দেরি করলে পুলিশ দিয়ে হয়রানী করে থাকে। এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য ইমতিয়াজ আহম্মেদ নীরবের ভাই রিয়াজও এলাকার মাদকের ডিলার। ভাই ইউপি সদস্য হওয়ার কারছে নির্বিঘেœ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। নেই কোন পুলিশের ঝামেলা। তার কাছ থেকে ছোট ছোট মাদক ব্যবসায়ীরা মাদক পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন। তার ওয়ার্ডে ২০-২২টি মাদক ব্যবসায়ী রয়েছে তাদের সে পুলিশের ঝামেলা থেকে মুক্ত রাখেন। বিনিময়ে প্রতি মাসে ৫-১৫ হাজার টাকা পর্যন্ত মাসোহারা পেয়ে থাকেন। বুরুমদী গ্রামের হ্রাুন অর রশিদ জানান, নীবর এ এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষের জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রন, ডিস লাইন ব্যবসা নিয়ন্ত্রন করে থাকে। গত কয়েকদিন আগে নুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের নির্যাতনে মারা যায়। সেই নুরুল ইসলামের কাছ থেকেও নীরব মেম্বার পুলিশের পাশাপাশি মাসোহারা পেতো। ঝালকান্দি গ্রামের আলী আজগর বলেন, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু প্রভাবে বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। শুধু মাদক ব্যবসাই নয়। অন্যান্য অপকর্ম টাকার বিনিময়ে শেল্টার দিয়ে থাকেন। তার আপন চাচা আলী হোসেন মোল্লা ও রিপন মোল্লার জমি দখল করেছেন। বুরুমদী গ্রামের তারা মিয়া বলেন, নীরব মেম্বার অন্যায়ভাবে তার কাছ থেকে প্রতিমাসে চাঁদা নিয়ে থাকেন। সোহেল নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণ করতে চাইলে সেখান থেকেও সে ১৮ হাজার টাকা নিয়েছেন। নয়তো মিথ্যা মামলা, মাদক মামলা ও মারধরসহ বিভিন্ন হয়রানীর হুমকি দিয়ে থাকে। এছাড়াও বরুমদী এলাকায় রাস্তার পাশে বসে কলা ব্যবসা করে আসিফ নামে এ লোক। গত সোমবার রাতে এসে ইউপি সদস্য নীরব আসিফকে মারধর করে তার কাছ থেকে ১৫শ’ টাকা নিয়ে যায়। এ বিষয়ে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, ইউপি সদস্য নিরবের বিষয়ে মাদকের শেল্টার, জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তবে তার আপন চাচা জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ দিয়েছেন। তবে তার বিষয়ে এলাকাবাসী মাদকের শেল্টার, জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে কেউ লিখিত অভিযোগ না দিলেও লোকজন আমার কাছে এসে বলাবলি করেন। তবে কেউ অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। অভিযুক্ত জামপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ইমতিয়াজ আহমেদ নীরবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা