আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৪

এবার শামীম আইভি একসাথে

ডান্ডিবার্তা | ১৫ নভেম্বর, ২০২৩ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও রাসেল পার্কসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে দীর্ঘদিন পরে একসাথে বসতে দেখা গেছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে। গতকাল মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সে সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান হয়। প্রকল্পগুলোর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় একই সারিতে পাশাপাশি ছিলেন শামীম ওসমান ও আইভি। এসময় একে অপরের সাথে কুশল বিনিময় করেন তারা। পরে নানা বিষয়ে দুজনের মাঝে কথা হয়। আরেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এসময় দুজনের সাথে কথা বলেন। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও আড়াইহাজার আসনের সংসদ নির্বাচন নজরুল ইসলাম বাবু। এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন, শেখ রাসেল পার্ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব, বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ, সােনাকান্দা মাঠসহ মোট ১০টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা