
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদরের ৪নং ডিআইটি এলাকায় সাবেক কাঠপট্রি এলাকার মৃত.কালাচানের ছেলে মিঠু’র দুই ছেলে টুটুল ও অতুল এবং সহযোগি নয়নের মদ বিক্রি কোনভাবেই বন্ধ করতে পারছেনা পুলিশ প্রশাসন। ইতিপুর্বে মাদক ও মদসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলো মিঠু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উক্ত কাঠপট্রি এলাকা থেকে উচ্ছেদ করা হলে পরবর্তীতে ঢাকার কেরানীগঞ্জের কাওটাইল জেলেপাড়া এলাকায় বাড়ি নির্মান করে বসবাস শুরু করলেও এখনও নারায়ণগঞ্জের ডিআইটি ও মাসদাইর পৌর শ্মশানের ভেতরে নিয়মিতভাবে মদ ও বিভিন্ন প্রকার মাদক বিক্রি করছে মিঠুর ছেলে টুটুল, অতুল ও সহযোগি নয়ন। ব্যাপক অনুসন্ধানে জানা যায়, মিঠুর বড় ছেলে টুটুল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে। ভোররাত হতে শহরের পরিচ্ছন্ন কাজ শেষে দিনের আলোতে ছোটভাই অতুল ও সহযোগি নয়নকে নিয়ে নগরীর বিভিন্নস্থানে চোলাই মদ সাপ্লাই করে বেড়ায়। পাশাপাশি মাসদাইরে পৌর শ্মশানে চোলাই মদ ও মাদক সরবরাহ করছে অতুল, টুটুল ও নয়নগং। পৌর শ্মশানে আগত নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, হিন্দু ধর্মের কিছু লোক রয়েছেন যাদের কেউ মৃত্যুবরন করলে তারা মদপান করেন শ্মশানের ভেতরে। আর শ্মশানের ভেতরে এ সকল মদগুলো সাপ্লাই দেয় মিঠুর ছেলে অতুল,টুটুল ও নয়ন। তারা বিভিন্ন কৌশলে এ সকল মাদকগুলো শ্মশানসহ নগরীর বিভিন্নস্থানে সরবরাহ করে থাকে। বিশেষ করে পায়ের মধ্যে ইলাষ্টিকের সাহায্যে সুকৌশলে তারা এগুলো বহন করে যা দেখে কারোর বুঝার কোন উপায় থাকেনা। টুটুল ও অতুলের পিতা মিঠুর বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও এখনও নির্বিগ্নে সন্তানদের দিয়ে চালিয়ে যাচ্ছেন এ অবৈধ ব্যবসা। এ বিষয়ে ইতিপুর্বে স্থানীয় গনমাধ্যমে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও মাদক বিক্রি বন্ধ কিংবা তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। শ্মশানে আগত অনেকেই বলেন, টুটুল ও অতুলগংদের কারনে এখানে প্রায় সময়ে ঝগড়া-বিবাদের মত ঘটনা ঘটে থাকে। শ্মশানের মত একটি জায়গাকে পুরো মাদক সেবীদের অভয়ারন্যে পরিনত করে তুলেছে মিঠুপুত্র টুটুল ও অতুলগংরা। আমরা চাই শ্মশানসহ পুরো নগরীকে টুটুল ও অতুলগংদের মদসহ মাদকের ভয়ালগ্রাস থেকে বাচাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯