আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪১

বন্দরে রেলের জমি উদ্ধার করতে এসে অবরুদ্ধ রেলে কর্মকর্তারা

ডান্ডিবার্তা | ১৫ নভেম্বর, ২০২৩ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বন্দরে নবীগঞ্জ বাস স্ট্যান্ডে রেলের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ লীজ প্রাপ্তদের জমি বুঝিয়ে দিতে এসে রেলে কর্মকর্তারা হট্টগোলের বেড়াজালে পড়ে জমি উদ্ধার করতে পারেনি তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় লীজপ্রাপ্ত সোহেল জনরোষে হামলার শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় অসহায় হয়ে পড়েছিল জিআরপি পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় রেলের কর্মকর্তারা কাজ না করেই ঢাকা চলে যান। ঢাকা কমলাপুর থেকে আসা সার্ভেয়ার মাকসুদুর রহমান ও কানুনগো রুহুল আমিন সকাল ১১টায় নবীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বললে তারা ৫০/৬০ জড়ো হয়ে তাদের হট্টগোল করে। এ সময় জমির লীজপ্রাপ্ত সোহেল মিয়া তার কাগজ দেখালে অবৈধ দখলদারদের লোকেরা তার উপর হামলা হামলা করে এবং মারধর করে। পরে রেলে কর্মকর্তারা অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বৈধ লীজপ্রাপ্তকে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হয়ে চলে যান। লীজপ্রাপ্ত গণপিটুনির শিকার হলে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা চিকিৎসার জন্য। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাজির হোসেন, জাহিদ, শাহজালাল মোল্লা, গিয়াস উদ্দিন, তাজুুল ইসলাম ও টিটুসহ অজ্ঞাত ৫/৬জনকে অভিযুক্ত করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা