
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে অবস্থান করছে বাংলাদেশের সবচাইতে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত বছরের জুলাই মাস থেকে সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে রাজপথে দফায় দফায় আন্দোলনের কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। ধীরে ধীরে দফায় দফায় আন্দোলনের পর এবার চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে হিসেবে প্রথমে হরতাল ও দফায় দফায় অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি কিন্তু সকল অবরোধ কর্মসূচিতে নেই কোন ধরনের প্রভাব। জানা গেছে, নারায়ণগঞ্জে বিএনপির ডাকা তিন দিনের রেলপথ, সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিনে যতটুকু প্রভাব পরেছিলো তার পর দফায় দফায় ৫টি অবরোধ ঘোষণা হলে ও কোন প্রভাব পরেনি। শুধু বিএনপির নেতাকর্মীরা ভোরে পৃথক পৃথক ঝটিকা মিছিল করেছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজপথে নেই বিএনপি নেতাকর্মীরা। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে আওয়ামী লীগের দাবি, বিএনপির অবরোধ কর্মসূচি প্রাতঃভ্রমণে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা ভোরবেলা ঝটিকা মিছিল করে হারিয়ে যায়। এছাড়াও জানা গেছে, বিএনপির বেশির ভাগ নেতাকর্মী বর্তমানে কৌশলে আত্মগোপনে রয়েছেন কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মীরা রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে অবরোধ পালন করছেন আবার অনেকে নির্দেশনা দিয়ে ও কর্মীদের দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন। কিন্তু তৃতীয় দফা, চতুর্থ দফা ও পঞ্চম দফা অবরোধ মূূল দল ও অঙ্গসংগঠন কোনভাবেই নারায়ণগঞ্জে কোন রকমের অবরোধ পালন করেননি সকলকেই নিশ্চুপ দেখা যায়। এছাড়া ও বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভূরিভূরি মামলা যার ওজন বইতে না পেরে নেতাকর্মীরা ঘর ছেড়েছেন ও আন্দোলন ও ছেড়েছেন। কয়েকটি জায়গায় শুধু হঠাৎ ৩০/৩৫ সেকেন্ডের ঝটিকা মিছিল দেখা যায় তা আবার পুলিশ ছত্রভঙ্গ করে দিলে দ্বিতীয়বার আর দেখা যায় না। এছাড়া ও দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় নারায়ণগঞ্জের সাতটি থানায় মামলা হলেও বর্তমানে গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে বিএনপি এক এক নেতা। যরা কারণে মূল মূল নেতাকর্মীরা মাঠে নামছেন না। তার পাশাপাশি কর্মীরা ও উধাও হয়ে আছেন। যার কারণে বলা চলে নারায়ণগঞ্জে আন্দোলন পরিস্থিতি ঠান্ডাই বলা চলে। দলীয় সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরীকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফা ও ১৫ ও ১৬ নভেম্বর ৫ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ এটা ও তারা পালন করছে কিন্তু কোন প্রভাব সৃষ্টি হয়নি নারায়ণগঞ্জে। এছাড়া ও অবরোধ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ও শুধু দূর পাল্লার বাসের দেখা কম মিলে তাছাড়া বাকি সব স্বাভাবিক বলা চলে। জানা গেছে, এর আগে গত ১৮ তারিখ ঢাকায় যুব সমাবেশ থেকে মহাসমাবেশর ঘোষণা করার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজ বাসভবনে থাকতে পারছেন না। যার কারণ হলো নিয়মিত পুলিশ ও ডিবির তল্লাশীর কারণে এমনকি বিভিন্ন নেতাকর্মী গ্রেফতার হয়ে জেল হাজতেও রয়েছে। কিন্তু নেতাকর্মীদের দাবি, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে ফিরে পুলিশি হয়রানির চাপ আরো বৃদ্ধি হয় সেখান থেকে বাঁচতে, মামলা ও গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ কেউ আর বাড়িতে থাকছেন না। তারপরে ও কেন্দ্র থেকে ঘোষণা করা হরতাল ও তিনদিনের অবরোধ কর্মসূচি নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে কৌশলে এই মহাসড়ক গুলোতে অবস্থান করে কর্মসূচি পালন করেছেন। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা ক্রমাগত মামলায় বিপর্যস্ত হয়ে পরেছে। এ পর্যন্ত জেলা বিএনপির আওতাধীন ৫টি থানা ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা, রূপগঞ্জ থানা ও মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা এই ৭টি থানায় দফায় দফায় মামলা হওয়ার পর এবার চলছে দফায় দফায় গ্রেফতার যাকে ঘিরে নেতাকর্মীরা রাজপথে নামছেন না। আর আন্দোলন গতিশীল হচ্ছে না। শুধু মূল নেতাকর্মীদের নির্দেশনায় ঝটিকা মিছিল করে যাচ্ছেন কর্মীরা। যার কারণে তৃণমূলের দাবি ঝটিকা মিছিলেই বিএনপির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম এই চাঁচ দফার অবরোধ ঝটিকা মিছিলে সীমাবদ্ধ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯