
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে ও অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ও চাষাঢ়ার অদুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাতে ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটীতে ডালডা মিলের সামনে থেকে শুরু হয়ে পঞ্চবটী মোড় এলাকায় এসে মিছিলটি সমাপ্ত হয়। জেলা যুবদলের মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মশাল হাতে অংশ নেয়। এসময় তফসিলকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে নানা শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, আমরা মিছিল করেছি অবৈধ এই তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে। আমরা এই তফসিল বাতিল দাবি করেছি। আমাদের চলমান আন্দোলনের সফলের দ্বারপ্রান্তে আমরা। দ্রুত আমরা সফলতা নিয়ে ঘরে ফিরব।অপর দিকে ফতুল্লার বিসিক সড়কে তফসিল প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দল। রাতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে এ মিছিল করে নেতাকর্মীরা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, এরকম একটি মিছিলের কথা শুনেছি। কিছু লোকজন ঝটিকা মিছিল করে চলে গেছে। এছাড়া বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ও তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে ১দফা আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল মশাল মিছিল করেছে। গতকাল বুধবার রাতে চাষাড়া চাঁনমারী সিদ্ধিরগঞ্জ সংযোগ সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা মশাল মিছিল করা হয়। মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. সাখাওয়াত ইসলাম রানা এ প্রতিবেদক’কে বলেন, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের কোন তফসিল ঘোষণাকে বাংলাদেশ জনগণ মেনে নিবেনা এ তফশিল ঘোষণায় মহানগর স্বেচ্ছাসেবক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিএনপির ১ দফা আন্দোলন সংগ্রাম লাগাতার চলছে চলবে। এ সময় মিছিলের নেতৃবৃন্দরা স্লোগান ধরেন এ তফছিল ঘোষণা মানিনা মানব না। এসময় আওয়ামীলীগ সরকারের পদত্যাগ দাবি তোলেন। মশাল মিছিলে নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহবায়ক হামিদুর রহমান সুমন, দুলাল হোসেন, শাহিন আহম্মেদ, মাহাদী হাসান মিঠু, রাকিব আহমেদ ডালিম প্রধান, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, রাইয়ান হক, দপ্তর আমান শিকদার, সহ-দপ্তর হাসানুজ্জামান লিমন। আহ্বায়ক সদস্যরা হলেন শরিফুল রহমান, জাকির হোসেন জুয়েল, সাইফুল ইসলাম, মুনতাছির রহমান স্বজন, রাজা মিয়া, রুহুল আমিন আমিনুল ইসলাম, আনিছুর রহমান রানা, উজ্জল হোসেন, আক্তার হোসেন টুটুল, মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, আরমান সরদার, আনিছুল হক বাবু, গোলাম মোস্তফা, মনির হোসেন, রুবেল হোসেন, মাহবুব হোসেন, বাধন মজুমদার, মাহাবুবুর রহমান, জামাল হোসেন, মানিক মন্ডল, বোরহান ঢালী, লুৎফুর রহমান লিটন, ইসমাইল খান, আলমগীর, জুবায়ের আহমেদ রোহান, আকিব কাউসার, মনির হোসেন, আনোয়ার, হোসেন আনু, শাহাবুদ্দিন, রোমান ইসলাম, আফসার কাজীসহ সদর উপজেলা- থানা, বন্দর উপজেলা-থানা, নাসিক ওয়ার্ড, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দগণ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯