আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | ভোর ৫:৫৯

বন্দরে প্রেমিকাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

ডান্ডিবার্তা | ১৮ নভেম্বর, ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে ৫ বছরের সম্পর্ক নিশ্চিহ্ন করতে প্রেমিকা রোকেয়া ইসলাম আন্নি(২২)কে গায়ে কেরোসিন ঢেলে হত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে পাষন্ড প্রেমিক ইকবাল(২৭) ও তার ৩ভাইসহ সহযোগীরা। গত বৃহস্পতিবার দুপুরে থানার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিটের আইসিউতে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিদগ্ধার অবস্থার কোন উন্নতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আন্নির মা আমেনা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়, বন্দরের ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ইউনূস মিয়ারবাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মিয়ার মেয়ের সঙ্গে কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়াগ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ইকবাল হোসেনের বিগত ৫ বছর ধরে মন দেয়া নেয়া থেকে শুরুকরে গভীর সম্পর্ক চলছিল। ইকবাল হোসেন বিয়ের কথা বলে আন্নির সঙ্গে সকল প্রকার সম্পর্ক গড়ে তোলে। এর ধারাবাহিকতায় প্রায় সম্পাহ খানেক পূর্বে উভয়ের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। পরে বিষয়টি আন্নির পরিবারের সদস্যরা মীমাংসার জন্য ইকবালের বাড়িতে গেলে ইকবাল বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে গত ১৬ নভেম্বর বেলা দেড়টায় প্রেমিক ইকবাল আন্নিকে মোবাইল ফোনে প্রথমে তার উকিল বোনকে দিয়ে গালমন্দ করে। তাতেও আন্নি বিচলিত না হওয়ায় উপায়ন্তর না পেয়ে ইকবাল তার বাড়িতে ডেকে আনে এবং ডেকে এনে তাকেতার জীবন থেকে সরে যাওয়ার জন্য আন্নিকে চাপ সৃষ্টি করে। এমনকি ইকবালের ভাই মিলন,কামরুজ্জামান ও সিজারসহ তার উকিল বোন (অজ্ঞাত)সকলেই আন্নিকে ভয়ভীতি দেখায়। তাতেও আন্নি ইকবালকে ছাড়তে রাজী না হলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবাল আন্নিকে জোরপূবর্ক তার রুমে নিয়ে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আতœরক্ষার্থে আন্নি ইকবালকে ধরার চেষ্টা করেও সে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আন্নির প্রায় শরীরের সিংহভাগ দগ্ধ হয়ে গেলে পরে ইকবালের ভাই মিলন, কামরুজ্জামান ও সিজারসহ তার উকিল বোন (অজ্ঞাত)মিলে ধরাধরি করে আন্নিকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যায়। সেখানে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা