
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে সদর-বন্দর আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে জেলায় অবরোধ বিরোধী মিছিল করেছে নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নেতাকর্মীরা নগরীর কলেজ রোড এলাকা থেকে চাষাড়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আজমেরী ওসমান বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাজপথে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। এই অবরোধের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নাই। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার শপথ নিয়ে রাজপথে থাকতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নারায়ণগঞ্জে ওসমান পরিবার সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারই ধারাবাহিকতায় অতীতের মতো এবারও জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধে আমরা মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, জাতীয় পার্টি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার শামীম, জাপা নেতা আবদুল হামিদ, মো. নাসির, মো. মনির হোসেন, মোহাম্মদ হোসেন, ইব্রাহীম, মিঠু, ইফতি, শাকিল প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯