আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১২

শতাধিক মোটরসাইকেল নিয়ে অবরোধের প্রতিবাদে মিছিল

ডান্ডিবার্তা | ১৮ নভেম্বর, ২০২৩ | ১:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে সদর-বন্দর আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে জেলায় অবরোধ বিরোধী মিছিল করেছে নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নেতাকর্মীরা নগরীর কলেজ রোড এলাকা থেকে চাষাড়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আজমেরী ওসমান বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাজপথে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। এই অবরোধের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নাই। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার শপথ নিয়ে রাজপথে থাকতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নারায়ণগঞ্জে ওসমান পরিবার সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারই ধারাবাহিকতায় অতীতের মতো এবারও জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধে আমরা মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, জাতীয় পার্টি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার শামীম, জাপা নেতা আবদুল হামিদ, মো. নাসির, মো. মনির হোসেন, মোহাম্মদ হোসেন, ইব্রাহীম, মিঠু, ইফতি, শাকিল প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা