আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১২

সোনারগাঁয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

ডান্ডিবার্তা | ১৮ নভেম্বর, ২০২৩ | ২:৫৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের রাউৎগাঁওয়ে ভূমি দস্যু হানিফ সরদারের বিরুদ্ধে মানব বন্ধন করেছেন ভোক্তভোগী ও এলাকাবসী। গত বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজালার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও মসজিদ সংলগ্ন মাঠে মানব বন্ধনে, স্থানীয় ভূমী দস্যু হানিফ সর্দারের প্রতারণার বিষয় তুলে ধরেন ভুক্তভোগী পরিবার গুলো। ভুক্তভোগীরা জানান, বিগত ২০১৪ সালে উপজেলার রাউৎগাঁও গ্রামের ভূমি দস্যু হানিফ সরদার একই এলাকার বাসিন্দা সাঈদ গং (দুই ভাই, ২ বোন) এর পৈত্রিক ওয়ারিশ সূত্রে রাউৎগাঁও মৌজায় প্রাপ্ত আর,এস ৬৩১ দাগে ৩০ শতাংশ, ৬৩২ দাগে ৯ শতাংশ, ৬৩৩ দাগে ৪.৫০ শতাংশ মোট ৪৩.৫০ শতাংশ ভূমি হতে ৬৩২ ও ৬৩৩ দাগে মোট ১৩ শতাংশ ভূমি বিক্রির চুক্তি হয়। অক্ষর জ্ঞানহীন ভুক্তভোগী সাইদ গং বিশ্বাস করে সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসে ২০১৪ সালের ২০ মার্চ আমমোক্তার নামা দলিলে ৯ শতাংশ ও একই বছর ১৮মে আমমোক্তার নামা দলিলে ৪ শতাংশ মোট ১৩ শতাংশ জমি বিক্রি করেন এবং জমির দখল বুঝিয়ে দেন। ভুমি দস্যু হানিফ সর্দার ২০১৪ সাল থেকে ক্রয়কৃত জমি দীর্ঘ এযাবৎকাল পর্যন্ত ভোগ দখল করে আসছিলেন। অবশিষ্ট ৩০.৫ শতাংশ ভূমি ভুক্তভোগী সাঈদ গং পূর্বের মতোই দখল ও সরকারি খাজনাদি প্রদান করতঃ ভোগদখল করেয়া আসছিলেন। অল্প কিছুদিন পুর্বে ভুমি দস্যু হানিফ সর্দার বাকি ৩০.৫শতাংশ ভুমি দাবি করে জবরদখল করতে গেলে সাইদ গং অবশিষ্ট ৩০.৫ শতাংশ জমির নকল উঠাইয়া জানতে পারেন যে প্রতারণার মাধ্যমে ১৩ শতাংশের সাথে অন্য দাগের অবশিষ্ট ৩০.৫ শতাংশ শতাংশ জমি লিখে নেয় ভুমি দস্যু হানিফ সর্দার। এই ঘটনায় গত বৃহস্পতিবার ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী সাঈদ গং ভূমি দস্যু হানিফ সরদারের বিরুদ্ধে মানব বন্ধন করেন। মানব বন্ধনে এলাকাবাসী সুষ্ঠ তদন্তের মাধ্যমে ভূমি দস্যু হানিফের প্রতারণার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে ভুক্তভোগী সাঈদ গং এর জমি ফিরিয়ে দেয়ার আহ্ববান জানান।ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের রাউৎগাঁওয়ে ভূমি দস্যু হানিফ সরদারের বিরুদ্ধে মানব বন্ধন করেছেন ভোক্তভোগী ও এলাকাবসী। গত বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজালার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও মসজিদ সংলগ্ন মাঠে মানব বন্ধনে, স্থানীয় ভূমী দস্যু হানিফ সর্দারের প্রতারণার বিষয় তুলে ধরেন ভুক্তভোগী পরিবার গুলো। ভুক্তভোগীরা জানান, বিগত ২০১৪ সালে উপজেলার রাউৎগাঁও গ্রামের ভূমি দস্যু হানিফ সরদার একই এলাকার বাসিন্দা সাঈদ গং (দুই ভাই, ২ বোন) এর পৈত্রিক ওয়ারিশ সূত্রে রাউৎগাঁও মৌজায় প্রাপ্ত আর,এস ৬৩১ দাগে ৩০ শতাংশ, ৬৩২ দাগে ৯ শতাংশ, ৬৩৩ দাগে ৪.৫০ শতাংশ মোট ৪৩.৫০ শতাংশ ভূমি হতে ৬৩২ ও ৬৩৩ দাগে মোট ১৩ শতাংশ ভূমি বিক্রির চুক্তি হয়। অক্ষর জ্ঞানহীন ভুক্তভোগী সাইদ গং বিশ্বাস করে সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসে ২০১৪ সালের ২০ মার্চ আমমোক্তার নামা দলিলে ৯ শতাংশ ও একই বছর ১৮মে আমমোক্তার নামা দলিলে ৪ শতাংশ মোট ১৩ শতাংশ জমি বিক্রি করেন এবং জমির দখল বুঝিয়ে দেন। ভুমি দস্যু হানিফ সর্দার ২০১৪ সাল থেকে ক্রয়কৃত জমি দীর্ঘ এযাবৎকাল পর্যন্ত ভোগ দখল করে আসছিলেন। অবশিষ্ট ৩০.৫ শতাংশ ভূমি ভুক্তভোগী সাঈদ গং পূর্বের মতোই দখল ও সরকারি খাজনাদি প্রদান করতঃ ভোগদখল করেয়া আসছিলেন। অল্প কিছুদিন পুর্বে ভুমি দস্যু হানিফ সর্দার বাকি ৩০.৫শতাংশ ভুমি দাবি করে জবরদখল করতে গেলে সাইদ গং অবশিষ্ট ৩০.৫ শতাংশ জমির নকল উঠাইয়া জানতে পারেন যে প্রতারণার মাধ্যমে ১৩ শতাংশের সাথে অন্য দাগের অবশিষ্ট ৩০.৫ শতাংশ শতাংশ জমি লিখে নেয় ভুমি দস্যু হানিফ সর্দার। এই ঘটনায় গত বৃহস্পতিবার ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী সাঈদ গং ভূমি দস্যু হানিফ সরদারের বিরুদ্ধে মানব বন্ধন করেন। মানব বন্ধনে এলাকাবাসী সুষ্ঠ তদন্তের মাধ্যমে ভূমি দস্যু হানিফের প্রতারণার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে ভুক্তভোগী সাঈদ গং এর জমি ফিরিয়ে দেয়ার আহ্ববান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা