আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৫৮

আন্দোলনে বিএনপির অবস্থা অনঢ়!

ডান্ডিবার্তা | ১৮ নভেম্বর, ২০২৩ | ৩:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট কেন্দ্রীয় নির্দেশনায় অব্যাহত আন্দোলনে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। ক্ষমতাসীনদলের রক্তচক্ষু কিংবা পুলিশি গ্রেফতারের ভয়কে উপেক্ষা করে রাজপথে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে মাঠের প্রধান বিরোধীদল বিএনপিকে। অপরদিকে, বিএনপির আন্দোলন চলাকালে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজপথে থাকার জন্য কেন্দ্রীয় নির্দেশনায় রাজপথে থাকার কথা থাকলেও এর উল্টোপথে হাটছেন ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ। শান্তি সমাবেশের কর্মসূচীতে মুখ পরিচিতদেরই কর্মসূচী পালন করতে দেখা গেছে আওয়ামীলীগের নেতৃবৃন্দকে। দলীয় কার্য্যালয় কিংবা স্থানীয় আওয়ামীলীগের ব্যাক্তিগত কার্য্যালয়ের সামনে শান্তি সমাবেশ পালন করলেও জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতৃবৃন্দকে তেমন দেখা যাচ্ছে না। মূলত দলীয় কোন্দল থাকার কারনে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিরোধীদলের আন্দোলন প্রতিহত কিংবা কেন্দ্রীয় নির্দেশনা পালনে ব্যর্থ হচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি এর মধ্যে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ না হলে এর খেসারত জাতীয় নির্বাচনে পড়ার শংকা করছেন রাজনৈতিক বৌদ্ধামহল। সার্বিক দিক বিবেচনায়, ক্ষমতাসীনদলের রাজনীতিতে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে বলেও তারা মতবেদ ব্যক্ত করেন। সূত্রমতে, টানা কয়েকদিন ধরে হরতাল এবং অবরোধের মত কর্মসূচী পালন করে আসছে বিএনপিসহ তাদের শরীক দলগুলোর নেতৃবৃন্দ। আন্দোলন পালনকালে জেলার বিভিন্নস্থানে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা কর্মকান্ড চালিয়ে জনমনে ভীতসঞ্চার সৃষ্টি করছে দলীয় নেতৃবৃন্দ। অবশ্য, নিএনপির দাবি গনতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন তারা। জানগনের যানমালের ক্ষতিসাধন কিংবা মানুষের মাঝে ভীতি সঞ্চার করা তাদের উদ্দেশ্যে নন। অগনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন। সূত্রমতে, গত কয়েকদিনের টানা আন্দোলনের দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে সড়কে পেট্টোল ঢেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে অবরোধ সফল করতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল। এছাড়া আড়াইহাজারে বিক্ষোভ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের সমর্থকরা। গত ৫ নভেম্বর সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল ও সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতৃত্বে কয়েকটি টায়ার পুড়িয়ে তাতে আগুন দেয়া হয়। এসময় নেতাকর্মীরা সড়কে অবস্থান করে নানা স্লােগান দেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে অল্প সময়ের মধ্যে সড়ক থেকে সরে যান তারা। এদিকে সকালে এশিয়ান হাইওয়েতে সাদেক ও সজিবের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা সড়কে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা অবরোধের পক্ষে ও সরকারের পদত্যাগের দাবিতে মিছিল করে। ওদিকে সকালে নারায়ণগঞ্জ শহরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে বিএনপি এবং মহানগর যুবদল আলাদা ভাবে বিক্ষোভ করে। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা সড়ক অবরোধ করে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করে। অপরদিকে, বিএনপি কিংবা তাদের শরীক দলগুলোর আন্দোলন মোকাবেলায় দলীয় নেতৃবৃন্দকে রাজপথে থাকার নির্দেশনা থাকলেও ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দকে তেমন একটা রাজপথে অবস্থান করতে দেখা যাচ্ছে না। একটি নিদিষ্ট সময়ে দলীয় কার্য্যালয় কিংবা রাস্তার পাশে দাড়িয়ে হাতেগুনা কয়েকজন কর্মীকে নিয়ে জ্বালাময়ী বক্তব্য প্রদান করে ফটোসেশনের মাধ্যমে তাদের নাম সর্বস্ব দায়িত্ব পালন করে যাচ্ছে। ফলে দলীয় চেইন অব কমান্ড ভেঙ্গে যাওয়ার পাশাোশি হতাশাগ্রস্থ হয়ে পড়ছে দলের তৃণমূল নেতৃবৃন্দ। এ অবস্থা চলমান থাকলে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়ার শংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল। অবশ্য,ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ এমন অভিযোগ মানতে নারাজ। তাদের মতে, কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দ রাজপথে অবস্থানের মাধ্যমে শান্তিসমাবেশ চালিয়ে যাচ্ছেন। নারায়নগঞ্জের রাজপথ আওয়ামিলীগের দখলে রয়েছেন বলে তারা দাবি করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা