
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার পর সারূ দেশে হরতালের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। রোববার ও সোমবার সারাদেশে হরতালের ঘোষণা দিলেও রাজপথে এমনকি তাদের বাড়িতেও দেখা মিলছে না বিএনপির নেতাকর্মীদের। নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা শাখার বিএনপির পদ বহনকারী নেতাদের খুঁজে পাওয়াও দুস্কর। তারপরও আবার রয়েছে গা- বাচানোর রাজনীতির কৌশল। বিএনপি রাজপথ দখলে নিতে গিয়ে প্রতিনিয়ত ব্যার্থ হচ্ছেন। যার মূল কারন হিসেবে দায়ী করেছেন ভাড়াটিয়াদের হাতে দলের দায়িত্ব দেয়া, আর তৃনমুল হতে উঠে আসা নেতাদের বাধ দেয়াই বিএনপির রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটের জন্য দায়ী বলে মনে করছেন তৃনমূল। অযোগ্যদের হাতে দায়িত্ব দেয়া, ত্যাগীদের অবমূল্যায়ন করার প্রেক্ষিতে রাজপথে দাড়াতে পাড়ছে না। অপরদিকে নির্বাচনকে সামনে রেখে বন্দরের রাজনৈতিক মাঠ এখন আওয়ামীলীগের দখলে। বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের কঠোর হুশিয়ারি ও অবস্থানের কারনে পূর্বের তুলনায় বর্তমান আওয়ামীলীগ বেশ শক্তিশালী বলে মনে করছেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেন, আর ছার দেয়া হবে না। কবর রচনা করে সারা দেশে ইতিহাস করে দিব যে আমরা কবর রচনা করলাম। ইতিহাস করে দিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের এমন কঠোর হুশিয়ারি ও অবস্থানকে আমলে নিয়ে বন্দরের বিএনপির রাজপথের ত্যাগী নেতাদেরও দেখা মিলেছে না। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রেক্ষিতে রোববার ও সোমবার টানা হরতালের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এর আগেও বিএনপির টানা ৫ম’ বারের মত অবরোধের সময়ও রাজপথে দেখা মিলেনি বিএনপির সক্রিয় পদদারী নেতাদের। বিএনপির ডাকা অবরোধের ১ম ধাপে বন্দর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে মদনপুর চৌরাস্তায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সত্তোরঊর্ধ বয়সের হলেও ষোলউর্ধোর মত বক্তব্যে হঠাৎ কঠোর অবস্থানে রীতিমত অনেকটা চিন্তিত বিএনপিসহ নিজ দলীয় আতাতকারীরা। তার এমন কঠোর অবস্থান ও হুশিয়ারীর পরে নিজ দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা পক্ষ খেলছেন নতুন খেলা। শুরু করেছেন নানা কৌশল। যা গত ৬ নভেম্বর হতে বন্দরের মদনপুর চৌরাস্তায় শান্তি সমাবেশ অশান্তির দেখা মিলে। বর্ষীয়ান নেতার এমন কঠোর অবস্থান ও যারা পদে আশার ১ ঘন্টা আগেও জানতো না সেই নেতারা। যা বর্ষীয়ান নেতা এম এ রশিদ তার বক্তব্যে অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে বক্তব্য দেয়া হয়েছে সেখানে আমার সেক্রেটারি, ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন তারপরও সেখানে কোন প্রতিবাদ হয়নি। সেখানে আমার কিছু বলার থাকে না। তবে ভুলে যায়নি, ধর্য্য ধরেছি, সামনে নির্বাচন দেশ ও জাতির ক্লান্তিকালে আমি ওই বিষয়ে কিছু বললবো না। ধর্য্যশীল ব্যাক্তিকে আল্লাহ পছন্দ করেন। তবে ধর্য্যেরও একটা সীমা আছে। ধর্য্যের সীমা অতিক্রম করলে জনগণ , দেশ, জাতির স্বার্থে কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, আপনি সামান্য একজন মুদির দোকানদার, ২টি অটোরিকশা আছে। আপনিও গাড়ীতে আগুন দেন। আমি বলবো আপনি হতদরিদ্র মানুষ। আপনি কিভাবে গাড়ীতে আগুন দেন। আমার কাছে সকল খবর আছে। আর যদি আপনি এমন কোন কাজ করার চিন্তাও করেন, তাহলে আপনার দোকান, গাড়ী, বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আর ছাড় দেয়া হবে না। মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ১৫ বছর আরাম আয়েশে ব্যবসা-বাণিজ্য করেছেন। আমরা বা আমার দলের লোকজন কোন ডিস্টার্ব করেনি। এখন দেখি আপনাদের আসল রুপ। মনে করছেন দল ক্ষমতায় এসে পড়েছে। আরে ভাই দল ক্ষমতায় আনার জন্য অগ্নি সন্ত্রাসী কেন। প্রশাসন কি করবে জানি না, আমার দলের লোকজনও এক বিন্দু পরিমান ছাড় দিবে না। আওয়ামী লীগের এ রাজনীতিবিদের এমন কঠোর অবস্থান ও আক্ষেপে বিএনপিসহ নিজ দলীয় অর্ধ ডজন নেতা রয়েছে আস্থা অর্জনের দিকে। এদিকে বিএনপির মহানগর কমিটি নিয়ে নাসিক কাউন্সিলর এমপি পুত্র আবুল কাউসার আশা আগেই বলেছিলেন, কমিটি পেয়েছেন ভাল, দল গুছান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে সাংগঠনিক ভীত মজবুত করেন। বিএনপির এমন সময়ে পদদারী কোন নেতাকেই রাজপথে দেখা যায়নি। মহানগর বিএনপির ব্যানারে ঝটিকা মিছিল করে যেখানে নেতাকর্মী ছিল ৬ জন। আবুল কাউসার আশা পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি বলেন, সম্পত্তি বিক্রি করে আমার বাবা এমপিগিরি করেছে। বাধন কমিউনিটি সেন্টার, ফ্রেন্ডস মার্কেট ছিল। যা বিক্রি করতে করতে এক কোণায় জায়গা আছে। বন্দরের বিঘায় বিঘায় সম্পত্তি বিক্রি করেছে। কমিটি আসলে কারা বাড়ি ও ফ্লাটের মালিক হয়ে যায় তা নারায়ণগঞ্জবাসী জানে। কমিটি পেয়েছেন দলের জন্য কাজ করেন। অহেতুক খুচাখুচি কইরেন না। আমাদের জায়গায় আপনারা থাকলে জুতা, ঝাড়ু মিছিলও করতেন। আমরা করতে পারি না। কিন্তু করবো না কারন আমরা বিএনপির রাজনীতি করি দিতে, নেয়ার জন্য না। ২ ঘন্টার নোটিশে হাজার হাজার নেতাকর্মী জমায়েত করাটা মনে করি ক্ষুদ্র বিষয়। বিএনপির শাখাওয়াত ও টিপুকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমিটি পেয়েছেন দীর্ঘ সময় পেয়ে কি করেছেন। মুখে বড় বড় ভুলি, আর বাস্তবে ভিন্ন চিত্র কেন? ত্যাগের কথা বলতে গিয়ে আশা বলেন, রাজনীতি করতে গিয়ে ত্যাগ করেছি না ভোগ বিলাশ করেছি তা নারায়ণগঞ্জবাসী ভালভাবে জানে। দল করতে গিয়ে নিজের জানমাল সব কিছুই ইনভেস্ট করেছি। এ বয়সে ৪ বার জেল খেটেছি। যদি আকঁতে পারতাম তাহলে একে দেখাতাম। বিএনপির রাজনীতি আমার দাদা মরহুম হাজী জালাল উদ্দিনের মাধ্যমে আমাদের পরিবারে শুরু। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। আমার বাবা আলহাজ্ব এড.আবুল কালাম ৩ বারের নির্বাচিত এমপি ছিলেন। আমার চাচা আলহাজ্ব আতাউর রহমান মুকুল আওয়ামী লীগ সরকার আমলে ২বারের নির্বাচিত চেয়ারম্যান। তার ধারাবাহিকতায় নাসিক ২৩নং ওর্য়াড কাউন্সিলর নির্বাচিত করেছেন ওর্য়াডবাসী। নারায়ণগঞ্জবাসী আমাদের কতটুকু পছন্দ করে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বহমান। আমি যদি খালি গায়ে রাস্তা দিয়ে হেটে গেলেও বলবে বিএনপির আবুল কাউসার আশা যাচ্ছে। আমাদের বিএনপি ছাড়া অন্যকোন ঘর নেই, আর অন্য ঘরে যাওয়ার মত কোন ইচ্ছে নেই। যারা বলছিলেন তারা বিভিন্ন ঘর ঘুরে এসেছেন। আমরা আতাতের রাজনীতি করি না। আতাতের রাজনীতি করলে একজন জনপ্রতিনিধি হয়েও অর্ধ ডজনের বেশি মামলার আসামী হয়ে ৪বার জেল খেটেছি। আপনারা এত বড় পদের মালিক হয়ে কয়টা মামলা খেয়েছেন আর কয়বার জেল হাজতে গিয়েছেন তাও জানে জনগন। বিএনপির মূলধারার নেতাদের যথাযথ মূল্যায়ন না করায় বর্তমান তাদের রাজনীতিতে ভাটা পড়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড.তৈমুর আলম খন্দকার, ৩ বারের সাবেক সাংসদ এড. আবুল কালাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও নাসিক ২৩নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশাদের মত ত্যাগী নেতাদের রাখা হয়নি কমিটিতে। যার ফলসূতিতে বর্তমান বিএনপির রাজনীতি অনেকটা পৃষ্ঠতলে অবতীর্ণ হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দরের রাজপথ আওয়ামী লীগের দখলে, বিএনপি নিস্ক্রিয় ও কৌশলে অগ্রসর হচ্ছেন জাতীয় পার্টি। বিএনপির নিস্ক্রিয়তা ও জাতীয় পার্টির রহস্যময় নীরবতাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন সচেতন মহল। এদিকে বিএনপির ডাকা হরতালের নামে কোন অরজগতা, অগ্নি সন্ত্রাসী করলে কাউকে এক বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না বলে কঠোরভাবে হুশিয়ারি করেন মহানগর সেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল। তিনি বলেন রাজনীতি করেন ভাল। এটা গনতান্ত্রিক অধিকার। কিন্তু রাজনীতির নামে নোংরামি করবেন তাহলে ভাল হবে না। প্রশাসনের পাশাপাশি আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছি তারাও কঠোর অবস্থানে যাব। তবে আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ ভাইয়ের একটু নির্দেশের অপেক্ষায় আছি। হরতাল, অবরোধের নামে অগ্নি সন্ত্রাসী করলে আমাদের অভিভাবক এম এ রশিদ ভাইয়ের একটু নির্দেশ পেলে ঘর থেকে ধরে এনে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। ঘর ছেড়ে পালিয়ে থেকে গুপ্ত হামলা করবেন তাও পারবেন না। যেখানে যে অবস্থানে থাকেন না কেন, মাটির নীচে পালিয়ে থাকলেও বের করা হবে। ভুলে গেলে চলবে না এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এম এ রশিদ ভাইয়ের বন্দর এলাকা। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা মিলে বন্দরের রাজপথ আওয়ামী লীগের দখলে, বিএনপি নিস্ক্রিয়তা ও জাতীয় পার্টির রহস্যময় নীরবতা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯