
ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের এই ঘোষণা রাজনৈতিক দল গুলোর মাঝে বিভক্ত তৈরী হয়ে রয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগও নগরীতে আনন্দ মিছিল করেছে। বিপরীতে বিএনপির নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। জেলা বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ফতুল্লায় মশাল মিছিল করেছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশের ন্যায় আধা বেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল করেছে। এ সময় তাদের সাথে পুলিশ প্রশাসনের ধস্তাধস্তির ঘটনায় ২০ জনের মত আহত হয়। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সহ সারাদেশে উত্তেজনা তৈরী হয়ে রয়েছে। যদিও এই উত্তেজনাকে সামাল দেয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। তাদের সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সংগঠন গুলোও রাজপথে রয়েছে। এদিকে গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন বিকেল ৫টায় আলোচনা শেষে সন্ধা ৭ টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তার এই ঘোষনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সংগঠন গুলো। এছাড়া নারায়ণগঞ্জে ব্যতিক্রম চিত্র দেখা গেছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। যা নারায়ণগঞ্জে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এমন চিত্র ঢাকা কিংবা অন্যান্য জেলায় দেখা যায় নাই। দলীয় সুত্রমতে, ২৯ অক্টোবর থেকে বিরতি দিয়ে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে মাঠে না থেকেও উত্তেজনা তৈরী করে রেখেছে বিএনপি। তার মাঝে আবার তাদের সাথে সমহত পোষন করে জামাত সহ বাম দলগুলো রাজপথে রয়েছে। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগও কোন ভাবে মাঠ ছেড়ে দেন নাই। বিএনপির কর্মসূচির তাল মিলিয়ে তারাও হরতাল অবরোধের প্রতিরোধে রাজপথে শান্তি মিছিল করে আসছে। কোন ভাবেই বিএনপিকে রাজপথে নামতে দিচ্ছে না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মৌচাক এলাকায় সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে নির্বাচন কমিশনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে তাৎক্ষনিক ভাবে আনন্দ মিছিল বের করেছে। সেই সাথে বিএনপির হরতাল অবরোধ প্রতিরোধে শান্তি মিছিল করে আসছে প্রতিনিয়ত। এছাড়া গত বুধবার তফসিল ঘোষণার দিন তাৎক্ষনিক ভাবে জেলা মহানগর আওয়ামী লীগ নগরীতে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু মিছিল শেষে বলেন, জাতি একটি সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এজন্য গত বুধবার নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে আমরা তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছি। এই নির্বাচনে আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনে যেমন নৌকার প্রার্থী দেয়ার দাবী জানিয়ে আসছি তেমনি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করে ঘরে ফিরবো। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় নিয়ে আসবো। আমি সদর-বন্দর আসনে নৌকার মনোনয়ন চাইবো নেত্রীর কাছে। এ জন্য মনোনয়ন ফর্ম কিনেছি। তবে নেত্রী যাকে নৌকা দিবে আমরা তাকেই নির্বাচিত করবো। এছাড়া জেলা মহানগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ নেতাদের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। গতকাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল করা হয়। এছাড়া একই দিনে সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহিন সরকার ও সদস্য সচিব মামুনের নেতৃত্বে নিবার্চনী তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। অপরদিকে বিপরীতে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে ও বিএনপি’র ডাকা টানা পঞ্চম দফায় অবরোধের সমর্থনে নারায়নগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে শহরে মশাল মিছিল করেছে জেলা যুবদল। এ সময়ে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন তফসিল প্রত্যাখ্যান এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন জেলা যুবদলের নেতাকর্মীরা। এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশের ন্যায় আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। গত বৃহস্পতিবার সকাল পৌঁনে ৭টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার সামনে বের হওয়া এ মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে দাবি বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলামের। হাফিজুল ইসলাম জানান, ‘তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে আমরা মিছিল বের করি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯