আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৩৭

হরতাল অবরোধের প্রতিবাদে শক্ত অবস্থানে যুবলীগ

ডান্ডিবার্তা | ১৯ নভেম্বর, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ ঘোষণার পর থেকেই মাঠে শক্ত অবস্থানে রয়েছেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী। তার নেতৃত্বে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের প্রতিবাদে প্রায় প্রতিদিনই চলছে শান্তির মিছিল, সমাবেশ আর অবস্থান কর্মসূচি। দিনভোর ধরে চলা তার এসব কর্মসূচিতে প্রায় শত শত নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শত শত নেতাকর্মীরা বিএনপি জামায়াতের হরতাল অবরোধ বিরোধী শ্লোগানসহ নৌকার পক্ষে শ্লোগান দিয়ে প্রতিনিয়ত গরম রেখেছেন রাজপথ। শুধু তাই নয়, বিএনপি-জামায়াতরা যাতে জ্বালাও পোড়াও করতে না পারে সেদিকেও কঠোর দৃষ্টিতে লক্ষ্য রাখছেন নেতাকর্মীরা। রাজপথে শক্ত অবস্থানের বিষয়ে যুবলীগ নেতা আজমত আলী বলেন, বিএনপি-জামায়াত মানেই জ্বালাও পোড়াও আর ভাংচুর। এসব তারা কেন করে, আমি বুঝিনা। কোন দাবি দাওয়া থাকলে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েওতো আদায় করা যায়। নির্বাচন কমিশন ডাকলে তারা যায় না। আমি দেখলাম, তাদের যতক্ষোভ যানবাহনের উপর। আন্দোলনের নামে যানবাহনে আগুন দেয়, ঘুমন্ত অবস্থায় মানুষ পুড়িয়ে মারে। তারা যে কথায় কথায় বলে, গণতন্ত্র। আসলে মানুষ পুড়িয়ে মারাটা তাদের কি ধরনের গণতন্ত্র, আমি জানিনা, জানতেও চাই না। তবে পরিস্কার করে বলতে চাই, আর এসব নৈরাজ্য সহ্য করা হবে না। আমার নেতা নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংসদ সদস্য কর্মীবান্ধব নেতা শামীম ওসমানের কড়া নির্দেশ রয়েছে এসকল নৈরাজ্য বন্ধে চারিদিক থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে। যাতে আর কোন যানবাহনে আগুন দেয়ার সাহস তারা না পায়। তিনি বলেন, শুধু যুবলীগ করি বলেই বলছি না, এদেশের একজন সাধারন নাগরিক হিসেবেও এসকল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার উচিৎ। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে আপনারা এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করবেন, বাসে আগুন দেবেন, ট্রেনে আগুন দেবেন, এটা আর চলতে দেয়া যাবেনা। তাই যতদিন না ওদের জ্বালাও পোড়াও বন্ধ না হবে আমরা মাঠে আছি, থাকবো। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সাহসী ভূমিকা রেখেছেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, একথা স্বীকার করতেই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর চাপের মধ্যেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে অত্যান্ত সাহসী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এজন্য আমি নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং পাশাপাশি ভোটের দিন পর্যন্ত নির্বাচন কমিশনের এ ধরনের সাহসী পদক্ষেপ অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা