আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | রাত ১২:৪৯
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

শ্রমিক লীগের নামে সাইনবোর্ডে পরিবহনে চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ২০ নভেম্বর, ২০২৩ | ১০:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড ষ্ট্যান্ডে শ্রমিক লীগের নাম ব্যবহার করে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে একদল পরিবহন চাঁদাবাজ। ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনা ও সিএনজি থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বন্ধ করে দেয়া হয় গাড়ির চাকা। এতে চাপা ক্ষোভ বুকে জমিয়ে কোন রকমে দিন পার করছেন ব্যাটারিচালিত অটো রিকশা, লেগুনা ও সিএনজি চালকেরা। এভাবে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চাঁদাবাজ চক্রের দল। তাদের এই চাঁদাবাজির পিছনে রয়েছে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের ইন্দন। যার ফলে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম বিক্রি করে কথিত শ্রমিক লীগের কর্মীরা এসব চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। দৈনিক লাখ টাকার চাঁদা উঠানো হয় এই ষ্ট্যান্ড থেকে। যার নেপথ্যে রয়েছে কথিত শ্রমিক লীগ নামধারী কামরুল ওরফে চাঁদাবাজ কামরুল। মূলত কামরুলের শেল্টারেই ১০/১২ জনের একটি চাঁদাবাজ দল পরিবহন থেকে নিয়মিত এই চাঁদা আদায় করছে। জানা গেছে যাঁরা এই পরিবহন থেকে চাঁদা আদায় করছেন তারা হলেন, পরিবহন চাঁদাবাজ আসলাম, কাইল্লা মাসুদ ওরফে সিএনজি মাসুদ, রোকন, সেলিম, মনির, সোহাগ, শাকিল, সামসুল হক, রুবেল ও সোর্স কবির। সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোরিক্সা, লেগুনা ও সিএনজি মিলিয়ে ওই এলাকায় কয়েক হাজার গাড়ির নিয়মিত চলাচল রয়েছে। গাড়ির ধরন বুঝে নেওয়া হয় চাঁদা। তবে পূর্বে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিতে টোকেন না দিয়ে বিভিন্ন কৌশলে এসব চাঁদার টাকা উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে দীর্ঘদিন ধরে তাদের এই চাঁদাবাজি বহাল থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে দাবী ভুক্তভোগীদের। প্রশাসনের নিষ্ক্রিয়তায় এই চাঁদাবাজ চক্রটি প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই (চাঁদা আদায় করা ব্যাক্তি) একজন জানান, পরিবহন থেকে যে টাকা তোলা হয় তা চার ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ যায় আওয়ামী লীগের নেতাদের পকেটে, দ্বিতীয় ভাগ যায় প্রশাসন ম্যানেজ করতে, তৃতীয় ভাগ যায় কথিত এক বিশেষ পেশার লোকদের কাছে ও চতুর্থ ভাগ যারা চাঁদা আদায় করেন এবং চাঁদা আদায়ের শেল্টার দেন তাদের মাঝে। এভাবেই মাস শেষে হিসেব করে চাঁদা আদায়ের যে টাকা তা ভাগ করা হয় বলে জানান তিনি। তবে এর মাঝে আওয়ামী লীগের দলীয় কোন অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের খরচ এইখান থেকে দিতে হয় নেতাদের খুশি রাখতে। তাই এবার বিএনপির অবরোধ হরতালে এ মাসে অনেক টাকা খরচ হ’য়ে গেছে। তাই টাকা ভাগাভাগি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। এ মাসে আগের তুলনায় টাকার পরিমাণ অনেক কমে গেছে বলে চা খেতে খেতে কথা গুলো বলছিলেন তিনি। বিষয়টি জানতে কথা হয় কথিত শ্রমিক লীগের কর্মী কামরুল ইসলামের সাথে তিনি মুঠোফোনে জানান, ভাই আমি একটু প্রোগ্রাম (বিএনপির অবরোধ বিরোধী) নিয়ে ব্যস্ত আছি। এদিকে চাঁদাবাজ কামরুলের আরেক সহযোগী আসলামের সাথে কথা হলে মুঠোফোনে তিনি জানান, আমি কোন চাঁদা আদায় করিনা। সামনে বড় ভাই (বিশেষ পেশার ব্যাক্তি) আছে আপনি ওনার সাথে কথা বলেন। এবিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিক লীগের কোন নেতাকর্মী পরিবহন থেকে চাঁদা উত্তলন করে না। যদি শ্রমিক লীগের নামে কেউ চাঁদাবাজি করে প্রমাণ পেলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি আমার জানা নেই। চাঁদাবাজি করলে সে যেই হোক ছাড় দেওয়া হবে না। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা