সোনারগাঁ আ’লীগে গৃহদাহে এগিয়ে যাচ্ছে জাপা

ডান্ডিবার্তা | নভেম্বর ২০, ২০২৩, ১০:৫৫ | Comments Off on সোনারগাঁ আ’লীগে গৃহদাহে এগিয়ে যাচ্ছে জাপা

ডান্ডিবার্তা রিপোর্ট প্রাচ্যের ড্যান্ডি খ্যাত ইতিহাস ঐতিহ্য এবং অর্থনৈতিক চালিকাশক্তির আধার ও শিল্পনগরী হিসেবে পরিচিত জেলা নারায়ণগঞ্জ। এই জেলার ৫টি সংসদীয় আসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন সোনারগাঁ। স্বাধীনতার পর প্রথম দিকে আওয়ামীলীগের প্রভাব থাকলেও পরবর্তীতে পর পর তিনবার বিএনপির সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম নির্বাচিত হওয়ায় এই আসনটি ধিরে ধিরে আওয়ামীলীগের হাতছাড়া হয়ে যায়।পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী কায়সার হাসনাত বিপুল ভোটে নির্বাচিত হলে আবারও প্রাণ সঞ্চারিত হয় আওয়ামীলীগ শিবিরে।তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পর পর দুই বার আওয়ামীলীগ জাতীয় পার্টির সাথে জোট করায় এই আসন আবারও আওয়ামীলীগের হাতছাড়া হয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা নির্বাচন হন।লিয়াকত হোসেন খোকা নির্বাচিত হয়ে সোনারগাঁয়ের রাস্তাঘাট,স্কুল কলেজ,ছোট বড় সেতু,মসজিদ মাদ্রাসা সহ অবকাঠামোগত উন্নয়ন করে জনগনের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। দীর্ঘ বছর দল ক্ষমতায় থাকার পরও সোনারগাঁয়ে আওয়ামীলীগের সংসদ সদস্য না থাকায় অনেকটাই জিমিয়ে পরেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিদের অভিমত একে তো দলীয় এমপি না থাকা অপর দিকে নিজেদের মধ্যে এবং পারিবারিক কোন্দল এই দুই কারণে এখন আওয়ামীলীগের শাসনামলেও পরগাছা হয়ে ভুগছে এখানকার আওয়ামীলীগের নেতাকর্মীরা। তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, সোনারগাঁয়ে আওয়ামীলীগের কোন অভিভাবক নেই।কেউ কারও কমান্ড মানে না।সবাই এমপি হতে চায়।সাবেক আওয়ামীলীগের এমপি এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের পরিবারেই তার আপন চাচা মনির হোসেন ও চাচাতো ভাই এরফান হোসেন দ্বীপ এমপি প্রার্থী, অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি যার নিজ এলাকার ভোট কেন্দ্রে নৌকা পায় মাত্র ১৩৫ ভোট যার ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যানকে ভরাডুবিতে তার অবদান বেশি সেই সামসুল ইসলাম ভূইয়া নিজে গত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন আবারও এমপি প্রার্থী হয়েছেন। তার স্ত্রী শিরিন বেগম ও তার ছেলে মারুফুল ইসলাম ঝলক ও এমপি প্রার্থী হয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই জনের পরিবারেই ৬ জন এমপি প্রার্থী! অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমর ও তার আপন ছোট ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর তারা একই পরিবারের দুই ভাই নৌকার এমপি প্রার্থী। নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে আরও জানান,শুধু মাত্র মোগড়াপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের মাত্র ১০০ গজের মধ্যেই আওয়ামীলীগের প্রার্থী ৫জন! তাছাড়া এক যুদ্ধাপরাধী ও রাজাকারের স্যালক ও আছেন আওয়ামীলীগের প্রার্থী। এখন পর্যন্ত সোনারগাঁয়ে আওয়ামীলীগের প্রার্থী হতে চান এমন লোকের সংখ্যা প্রায় ২০-২৪ জন।যা শুধুমাত্র সাংগঠনিক দূর্বলতা ও অনৈক্যের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। এসব কারণেই সোনারগাঁয়ে বহিরাগত নেতাদের কদর বেড়েছে বহুগুণ। সোনারগাঁয়ের আওয়ামীলীগে গৃহদাহের সুফল ভোগ করেন জেলা আওয়ামীলীগের দাপুটে নেতা এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের কিছু প্রভাবশালী নেতারা। প্রায় দুই ডজন এমপি প্রার্থী থাকলেও দলীয় কর্মসূচি পালনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত,সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ডাঃ আবু জাফর চৌধুরী বিরু ছাড়া তেমন কেউ মাঠে থাকেন না।তবে নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দ্বীপ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোশারফ ওমর ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক। নেতাকর্মীরা আরও জানান, এখন সুসময়ের কোকিলের মতো অনেক কোকিল দেখা গেলেও দেশের ক্রান্তিলগ্নে করোনা কালীন সময়ে নেতাকর্মীদের পাশাপাশি সোনারগাঁয়ের সাধারণ মানুষের পাশে দাড়িয়েছিলেন একমাত্র একজন তিনি হলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সম্প্রতি বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদেও উপরে উল্লিখিত কয়েকজন ছাড়া অন্য এমপি প্রার্থীদের রাজপথে পাওয়া যায়নি। এসব দলীয় ও পারিবারিক কোন্দলের কারণে বার বার সুবিধাজনক অবস্থানে থেকে এমপি হচ্ছে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীরা। সোনারগাঁয়ের আওয়ামীলীগের এমন কোন্দল জেলা আওয়ামীলীগ থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারাও জেনে যাওয়ায় এবারও সোনারগাঁ আসনটি হাতছাড়া হতে পারে আওয়ামীলীগের এমনটাই ধারণা তৃণমূল নেতাকর্মীদের। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। তাই এখানে প্রার্থী যে কেউ হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমরা তাকেই নির্বাচিত করবো। উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ঈমাম বলেন, আমাদের দলে অনেক নেতা তৈরী হওয়ায় নিজেদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। তবে যদি ভিতরে কোন কোন্দল থাকে তার সুফল ভোগ করবে জাতীয়পার্টী ও বিএনপি। নৌকা যে পাবে আমরা তার পক্ষেই কাজ করবো। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের দলে প্রতিযোগিতা আছে। কোন কোন্দল নেই। আমার পাশাপাশি আমার স্ত্রী ও সন্তানের যোগ্যতা আছে তাই তারা প্রার্থী হতেই পারে। উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে এবার মোট ভোটার সংখ্যা ৩,৪৫,৬৩৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৭৮১৪৯ এবং নারী ভোটার রয়েছে ১৬৭৪৮৯ টি। মোট ১৩১ ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী এখানকার ভোটাররা ভোট প্রদান করবেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪