আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:০২

অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধ সোচ্চার আজমরী ওসমান

ডান্ডিবার্তা | ২১ নভেম্বর, ২০২৩ | ১০:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘটা হরতাল ও নৈরাজ্যর প্রতিবাদে শান্তি শোভাযাত্রা করেছে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমরী ওসমান। বিগত সময় থেকে বিএনপির অবরাধ এবং হরতাল কর্মসূচীর নামে জ্বালাও পাড়াও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান নিয়ে সোচ্চার ভমিকায় রয়েছেন তিনি। গতকাল সোমবার দুপুরেও তিনি আওয়ামী লীগ ও সহযাগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সড়ক অবস্থান নিয়ে গাড়ি বহর নিয়ে মাঠ ষে বেড়াতে দেখা গেছে। জানা গেছে, সকাল থেকেই যুবনেতা আজমরী ওসমানর কর্মী-সমর্থকরা শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় জড়ো হতে শুরু করে। পরে চাষাড়া গোলচত্বর হয়ে সিদ্ধিরগঞ্জ, চিটাংগ রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, লিংক রোড হয়ে ফতুল্লাসহ নগরীর বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। এদিকে প্রতিদিনর মত যুবনেতা আজমরী ওসমানের আয়াজনে তারই কার্যালয়ে সকল নেতাকর্মীদের খাবার বিতরণ করা হয়। পরে নির্দশনা অনুযায়ী নগরীর বিভিন্নস্থান কর্মী-সমর্থকরা অবস্থান নিয়ে থাকে। যুবনেতা আজমরী ওসমানের এমন আন্তরিকতায় তারা উৎফুল্ল রেয়েছ বলে জানায় নেতাকর্মীরা। এসময় আরা উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, আকতার নুর, হাসন রেজা, সেটু রহমান, ইফতি সহ জেলার বিভিন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা