আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৯

ওরা দেশটা ধংস করতে চায়: শামীম ওসমান

ডান্ডিবার্তা | ২১ নভেম্বর, ২০২৩ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ওরা দেশটা ধংস করতে চায় তাই হরতাল ডাকছে, কিন্তু হরতাল কই? হরতল কেউ মানে না। গতকাল সোমবার বিকালে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি মিছিলে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের সমালোচনা করে শামীম ওসমান বলেন, লন্ডন থেকে বইসা বইসা খুনি তারেক রহমান নির্দেশ দিচ্ছে, আমার কাছে ফোন আসা শুরু হয়েছে, বিএনপির ঐসমস্ত নেতাকর্মীর মা-বাবা ভাই-বোন ফোন দিচ্ছে যারা আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছে। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। যারা মামলা খেয়েছে সে সমস্ত বাচ্চা ছেলেদের ভবিষ্য কি হবে? এই বাচ্চাগুলোকে দিয়ে বাসে আগুন দিবো,ট্রেন পুড়িয়ে দিবো, স্কুল পুড়িয়ে দিবো, মানুষ পুড়িয়ে মারবেন, কেন মারবেন? মানুষের জন্য রাজনীতি করে মানুষ পুড়িয়ে মারবেন কেন? পুলিশ মারা গেছেন তারপরও তাকে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে। আমরা কি মানুষ না? শামীম ওসমান বলেন, তারেক রহমান তো দেশে আসবে না সে তো লন্ডনে বসে বসে হুকুম দিচ্ছে। ও আসবে না কিন্তু একেক জনের ৫বছর ১০ বছর সাজা হবে। যাবজ্জীবন সাজাও হতে পারে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ৯০% কাজ হয়ে গেছে, ফতুল্লায় ৬’শ কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ। নতুন করে ৫’শ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ পাশ হয়েছে। শেখ কামাল আইটি ইন্সটিটিউটের কাজ শুরু হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট এর কাজ চলছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক চার লনের হবে। পঞ্চবটী থেকে মোক্তার পর সড়কে ২৬শ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ছোট কাজগুলো শেষ হয়ে যাবে। ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়াত আলম সানি, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক, আজমল আলী প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা