আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১০

সওজের কোটি টাকার জমি অবৈধ দখলে

ডান্ডিবার্তা | ২১ নভেম্বর, ২০২৩ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)’র প্রায় কোটি টাকা মূল্যের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন স্থানীয় এক ব্যাক্তি। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ দোকানঘর নির্মাণ করে ভাড়া উত্তোলন করছেন তিনি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের পশ্চিমের পাশের্^ সরকারি জায়গা ও খালের জমি দখল করে বজলুর রহমান নামে এক ব্যক্তি একটি দ্বোতলা ভবন নির্মাণ করছেন। মহাসড়ক থেকে নির্দিষ্ট দূরুত্বে ভবন নির্মাণের বিধি থাকলেও বজলুর রহমান তা না মেনে মহাসড়কের তিন চারফুট দুরুত্বের মধ্যে বহুতল ভবন নির্মাণ করেছেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশ^বর্তী এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। কারণ ভবনের জমির পেছনের অংশ সরকারি খাল এবং সামনে মহাসড়ক। বিভিন্ন এলাকা থেকে ময়লা আবর্জনা ফেলে মাটি ভরাট করা হয়েছে জায়গাটিতে। এতে যে কোন সময় ভবনটি ধসে পড়ে দূর্ঘটনা গঠতে পারে বলে মনে করেন এলাকাবাসীরা। এছাড়া এই ভবনটি নির্মাণ করতে রাজউকের কোনরকম অনুমতি নেওয়া হয়নি বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, সরকারি কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন বজলুর রহমান নামের এক ব্যক্তি। এতে স্থানীয় সওজ ও রাজউকের কর্মকর্তারা তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। সরকারি জায়গায় কিভাবে বহুতল ভবন নির্মাণ করছেন এ বিষয়ে জানতে চাইলে বজলুর রহমান জানান, আমি যা মনে চায় তা করমু, আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনে অনুমতি দেওয়ার কে? আমার মনে যা চায় আমি তাই করবো। পরে তিনি এই প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে অশালীন ভাষায় কথা বলেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সরকারি জায়গা দখল করে কেউ ভবন নির্মাণ করলে খুব শিগ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করার জন্য আমাদের সওজের এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা