আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৮

মদনপুরে মহাসড়কে উপড়ে পড়ে ৯টি বৈদ্যুতিক খুঁটি

ডান্ডিবার্তা | ২২ নভেম্বর, ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে একে একে আছড়ে পড়েছে ৯টি বৈদ্যুতিক খুঁটি। এসময় খুঁটি পড়ে আসমানী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক, হেলপার এবং কভার্ডভ্যান চালকসহ পাঁচজন আহত হয়েছেন। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি যানবাহন। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েক মাস ধরে মদনপুর ইপিলিয়ন কারখানার সামনে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক প্রশস্তকরণের কাজ চলছিল। এ কারণে খুঁটি থেকে মাটি সরে যাওয়ায় খুঁটিগুলো কয়েকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত সোমবার রাতে হঠাৎ করে একটি খুঁটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আরও ৮টি খুঁটি মহাসড়কে পড়ে যায়। তারা আরও জানান, হঠাৎ করে একে একে বিকট শব্দে খুঁটিগুলো পড়ে যাওয়ায় আতংক ছড়িয়ে পড়ে আশপাশে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এসময় কোনো কোনো খুঁটিতে আগুন ধরে যায়। ঘটনার পর আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এবং মহাসড়ক বন্ধ হয়ে যানজট লেগে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং থানা ও হাইওয়ে পুলিশে একযোগে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর গভীর রাতে ক্রেন দিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানারা ফেরদৌস জানান, নতুন ব্রীজ নির্মান ও রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। এর নীচ দিয়ে তিতাসের লাইন গেছে। এছাড়া অল্প কিছুদিন আগে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে এমনিতেই মাটি নরম ছিল। তার উপর গত শুক্রবার সারাদিন মুষলধারে বৃষ্টির কারণে খুঁটির নীচের মাটি আরও সরে গেছে। ফলে অনাকাংখিত এই দূর্ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ডাইভারশন করে যান চলাচলের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, খুঁটিগুলো মহাসড়কে আছড়ে পড়ার কারণে চট্টগ্রামমুখী লেন বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিকভাবে যানবাহন চলাচল করার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা