আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:০৭

মালিক পক্ষকে বাদ দিয়েই ৫৪ জন নিহতের বিচার শুরু

ডান্ডিবার্তা | ২২ নভেম্বর, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ উপজেলার হাসেম ফুডস লিমিটেড কারখানায় অগ্নিকা-ে ৫৪ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্রের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারগুলোর নারাজি আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসীন অভিযোগপত্রটি আমলে নেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ২০২১ সালের ৮ জুলাই ভয়াবহ অগ্নিকা-ে ৫৪ জন শ্রমিক-কর্মচারী প্রাণ হারান। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত শেষ করে চলতি বছরের ৩ সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে ১৩ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে মামলার প্রধান আসামি কারখানার মালিক আবুল হাসেম ও তার চার ছেলেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মালিকপক্ষকে অব্যাহতি দেওয়ায় গত ১৬ অক্টোবর ৫৪ পরিবারের পক্ষে পাঁচটি পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত হয়ে নারাজি আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানির জন্য আদালত ২০ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন। আসাদুজ্জামান জানান, গত সোমবার শুনানি হয়। গতকাল মঙ্গলবার আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। পরিবারগুলোর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সোহেল আজাদ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ৫৪ জন প্রাণ হারিয়েছেন। চার্জশিট থেকে মালিকের নাম বাদ দেওয়া হয়েছে। আমার মক্কেলরা এর বিরুদ্ধে আপিল করলে আদালত তা নামঞ্জুর করে দেন। ‘আমরা ন্যায় বিচার পাইনি, কারণ প্রতিপক্ষরা প্রভাবশালী। এমনকি কোর্ট ইন্সúেক্টর আদালতে ভিকটিম পরিবারের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা উচ্চ আদালতে যাব,’ বলেন এই আইনজীবী। যোগাযোগ করা হলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোকসেদুর রহমান বলেন, তার আগেও তিন জন এই মামলাটি তদন্ত করেছেন। সব কিছু মিলিয়ে তিনি অভিযোগপত্র তৈরি করেছেন। ‘মালিক ও তার চার ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের নাম চার্জশিটে বাদ দেওয়া হয়েছে,’ তিনি বলেন। অভিযোগপত্রে ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও বৈদ্যুতিক) ওমর ফারুক এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নেছার উদ্দিন ও সৈকত মাহমুদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা