
ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে গত ১৮ নভেম্বর জিএম কাদের ও রওশন এরশাদ পৃথক পৃথকভাবে চিঠি দেন নির্বাচন কমিশনে। সেদিনই নির্বাচনকেন্দ্রিক দলটির এ দুই শীর্ষ নেতার বিরোধ সামনে আসে। যেটি এখন পর্যন্ত মিমাংসা হয়নি। এমনকি জিএম কাদেরের স্বাক্ষরে দলের প্রার্থী হতে রওশনপন্থি নেতাদের প্রায় কেউই মনোনয়ন ফরমই সংগ্রহ করেননি। ফরম নেননি রওশন এরশাদ নিজেও। আর এর প্রভাব নারায়ণগঞ্জেও পড়ার সম্ভাবনা রয়েছে। যারা রওশনপন্থি তারা জিএম কাদের পন্থি প্রার্থীদের বিরোধীতা করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দলীয় তৃনমূল কর্মীরা। মনোনয়ন নিয়ে জাপার রওশন পন্থিদের মধ্যে চাপা ক্সোভ বিরাজ করছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ হাজার ৭৫২ জন জাতীয়পার্টির মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। গত ২০ নভেম্বর ৫৫৭টি, গত ২১ নভেম্বর ৬২২টি, গত ২২ নভেম্বর ৩৩১টি, গত বৃহস্পতিবার ২২৭টি এবং গতকাল শুক্রবার ১৫টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত রওশনপন্থি কেউ মনোনয়ন নেয়নি। তবে আনুষ্ঠানিকভাবে সময় শেষ হলেও রওশন এরশাদ ও সাদ এরশাদ যেকোনো সময় দলের মনোনয়ন ফরম নিতে পারবেন। গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে রওশন এরশাদ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে। এটা হবে শুধু নির্বাচনী জোট। জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। কই দিন সিইসিকে লেখা আরেকটি চিঠিতে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানান, সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, এমপি। এরপর নির্ধারিত দিনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। সময় দেওয়া হয় মোট চারদিন। প্রথম চারদিনে রওশন এরশাদসহ তার অনুসারীরা মনোনয়ন ফরম না নেওয়ায় সময় আরও একদিন বাড়ানো হয়। তবে কাজ হয়নি এতে। দলের এ বিভক্তি নিয়ে গতকাল শুক্রবার বিকেলে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয়পার্টিতে কোনো পন্থি নেই। জাতীয়পার্টিতে পন্থা একটাই। জাতীয়পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আমরা সবাই এরশাদপন্থি। জাতীয়পার্টি প্রতিষ্ঠায় বেগম রওশন এরশাদের অনেক অবদান ও ত্যাগ আছে। তিনি নির্বাচন করলে আমরা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। বেগম রওশন এরশাদ ও সাদ এরশাদ এখনো মনোনয়ন ফরম নেননি। তিনি আরও বলেন, বেগম রওশন এরশাদের জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, তিনি যখন বলবেন তখনই মনোনয়ন ফরম দেওয়া হবে। বেগম রওশন এরশাদ চাইলে মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেবো। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯