আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১২

আওয়ামীলীগ প্রকাশ্যে-বিএনপি গোপনে নিচ্ছে নির্বচনের প্রস্তুতি

ডান্ডিবার্তা | ২৫ নভেম্বর, ২০২৩ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের প্রস্ততি নিচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ আর বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলন নিয়ে সময় পার করছেন। উভয় দলই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি উপজেলায় তাদের কর্যক্রম চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের কার্যক্রম চোখে পড়লেও বিএনপির কার্যক্রম অদৃশ্য। সরকারী দলীয় লোকজন ক্ষমতা থাকাকালীন সময়ে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সাধারন মানুষের কাছে তুলে ধরছেন অপরদিকে বিএনপিসহ তাদের শরীক দলগুলো এবারের দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রামসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজপথে থাকার ঘোষনা দিয়েছেন। তবে একটি সূত্রের দাবি বিএনপি নির্বাচনে আসতে পারে। তারা গোপনে প্রস্তুতি নিচ্ছে। যদিও বিএনপি এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় বলে দলীয় নেতাকর্মীরা জানান। নির্বাচন প্রস্তুতি নিয়ে রেখেছে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন আওয়ামী লীগ জোরেশোরে এ প্রক্রিয়া শুরু করেছে। এতে যুক্ত হচ্ছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতারা। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি তারা ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরছেন নানা কর্মসূচির মাধ্যমে। এছাড়া বিগত সময়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ভুলভ্রান্তি শোধরাতে ইতিমধ্যে কড়া বার্তা দেয়া হয়েছে কেন্দ্র থেকে এমন কথাও নেতা কর্মীদের কাছ থেকে শুনা যাচ্ছে। নির্বাচন অংষ নিতে পারেন এমন সংবাদ সর্বত্র চাউর হলে স্থানীয় বিএনপি নেতারা আন্দোলনের পাশাপাশি তাদের তৎপরতা শুরু করছে। তবে বিএনপির প্রস্তুতিটি গোপন রাখা হচ্ছে। এদিকে দলটি সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া আরো আগে থেকেই শুরু করেছে। এদিকে নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হওয়ায় দুই দলের সম্ভাব্য প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। এদিকে আওয়ামীলীগ অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে। সামাজিক কর্মকান্ডেও বেড়েছে তাদের তৎপরতা। সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন নানাভাবে। নির্বাচন প্রস্তুতি নিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। জেলা আওয়ামীলীগের দলীয় সূত্র জানিয়েছে, নেতাদের সাংগঠনিক সফর ও কর্মসূচিতে দল গোছানো, তৃণমূলে বিদ্যমান দ্বন্ধ দূর করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম জনসমুক্ষে তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে দলের ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে। নারায়ণগঞ্জ বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা জানান, সময়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলকে নানা সিদ্ধান্ত নিতে হয়। তার সবই কার্যকর ও অর্থবহ হয় না। কোনো সিদ্ধান্ত অদূরদর্শী বা সার্বিক পরিস্থিতিতে বাস্তবায়ন জটিল হয়ে পড়লে সেখান থেকে দ্রুত সরে দাঁড়ানো এবং নতুন পথে হাঁটাই যৌক্তিক। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ গিয়াস উদ্দিন জানান, দেশীয় ও আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে একতরফা ছিল বিগত দিনের নির্বাচনগুলো। সে নির্বাচনের আগে শীর্ষ দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সরকারের তরফে তখন সে নির্বাচনের যৌক্তিকতা দেখিয়ে বলা হয়েছিল, এটা সাংবিধানিকভাবে পরিস্থিতি উত্তরণের একটি ধাপ। শিগগিরই নতুন নির্বাচন হবে। বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ বিএনপি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আগামি দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ বিএনপির পরিচালিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত যদি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মামলা কিংবা হামলার স্বীকার হতে হয় এতেও কোন সমস্যা নাই। কারন, বিএনপি মনে করে সরকারী দলের সাথে জনগনের সর্ম্পক নেই। সরকারের একমাত্র অবলম্বন হচ্ছে সরকার দলীয় পুলিশ লীগের মাধ্যমে বিএনপিকে দমন করা অন্য কিছু নয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির বড় একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় কর্মকান্ড পরিচালিত হচ্ছে। কারণ, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো ক্ষমতায় যেতে হবে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেকই নারায়ণগঞ্জ বিএনপি রাজপথে থেকে যৌতিক দাবি আদায়ের লক্ষ্যে লড়াই করে যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা