আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৪

চারটি আসনে আ’লীগের পুরনরাই ১টি আসন ছেড়ে দেয়ার সম্ভাবনা

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৩ | ৯:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের ৪টি আসনসহ দেশের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো তিন সংসদ সদস্য রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), আড়াইহাজার আসন থেকে নজরুল ইসলাম বাবু, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে একেএম শামীম ওসমানসহ সোনারগাঁ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত সদর-বন্দর আসনে পরে প্রার্থী ঘোষনা করা হবে জানানো হয়েছে। এবার নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মোট ৩৪ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন প্রার্থী হয়েছেন সোনারগাঁ আসনে। আর সবচেয়ে কম প্রার্থী ২ জন ছিল ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে। রূপগঞ্জ আসনে এবার আওয়ামী লীগের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান ভূঁইয়া। আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত আড়াইহাজার আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান মোল্লা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল পারভেজ ও আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান হেলো সরকার। মেঘনা নদীবেষ্টিত সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত সোনারগাঁ আসনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, তার ছেলে নগদ এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও তার আপন বড় ভাই কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দীপক কুমার বণিক, সাবেক ছাত্রলীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, তার চাচা মনির হোসেন, আওয়ামী লীগ নেতা ও লিপি পেপার মিলের মালিক শিল্পপতি মতিন খান, শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা তারেক জাহাঙ্গীর আইয়ুব খাঁন ও আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন। এদিকে আলোচিত নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ। সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত সদর-বন্দর আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল। কিন্তু এ আসনে প্রার্থী ঘোষনা পরে করবেন বলে জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দৃুল কাদের। এ আসনে জাপা এমপি সেলিম ওসমান রয়েছেন। একটি সূত্র দাবি করছেন এ আসনটি জাপার জন্য তথা সেলিম ওসমানের জন্য ছেড়ে দেয়া হতে পারে। এ আসনে সেলিম ওসমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা