আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪২

না’গঞ্জে ছিনতাই বেড়ে যাওয়ায় আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে বেড়েছে ছিনতাই ও ডাকাতি। শহর ও ফতুল্লাসহ শহরের আশপাশের এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ছে গার্মেন্সকর্মী, অফিসগামী মানুষ, কাঁচামাল ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আর আড়াইহাজারে প্রতিনিয়ত হচ্ছে ডাকাতি। ছিনতাই ও ডাকাতির কারণে আজ মানুষ দিশেহারা। পুলিশ প্রশাসনের টহল জোরদার না থাকায় এ ধরনের ঘটনা অহরহ ঘটছে বলে সাধারণ মানুষ দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি বলেন, আগে দেখা যেত শহরের বিভিন্ন অলিগলিতে গাড়ি ও পায়ে হেঁটে টহল দিত। কিন্তু এখন আর এ ধরনের টহল দিতে দেখা যায় না। যদি পুলিশী টহল জোরদার হতো তবে ছিনতাই ও চুরি কমে আসত। তাহলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারত। আর ছিনতাই বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। একাধিক ছিনতাই মামলার আসামী শাহাদাত হোসেন হাবু (৩২) নামের এক ছিনতাইকারীর গণপিটুনীতে মারা যায়। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় গণপিটুনিতে হাবুর মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২নং বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে হাবু শহরের দুর্র্ধষ ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত ২-৩ দিন যাবত শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সকল কিছু ছিনিয়ে নিতো হাবু ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে আবার উক্ত এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলে মারা যায় ওই ছিনতাইকারী। এসময় সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গণপিটুনীতে ওই ছিনতাইকারী মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাবুর বিরুদ্ধে থানায় ৭ টি ছিনতাই মামলা রয়েছে। এছাড়া গণপিটুনী দিয়ে হত্যার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। অপরদিকে গত শনিবার রাতে ফতুল্লার দেওভোগ এলাকায় কৃষ্ণা (৩২) নামের এক ছিনতাইকারীর গণপিটুনীতে মারা গেছে। ফতুল্লার দেওভোগ মাদ্রাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে জনগণ তাকে ছিনতাইকালে হাতেনাতে ধরে গণপিটুনি দিলে সে মারা যায়। নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের পুত্র। প্রতক্ষদর্শীরা জানায়, নিহত কৃষ্ণাসহ অপর দুই ছিনকারী এক পথচারীর নিকট থেকে ছিনতাই করার সময় ডাক-চিৎকার করলে স্থানীয় পথাচারী ও এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় এলাকাবাসী ও পথচারীরা ধাওয়া করে ছিনতাকারী কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, নিহত কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী। শনিবার রাতে সে সহ অপর দুই ছিনতাইকারী ছিনতাইকালে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে কৃষ্ণা কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানয় প্রায় আটটি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা