
নারায়ণগঞ্জে বেড়েছে ছিনতাই ও ডাকাতি। শহর ও ফতুল্লাসহ শহরের আশপাশের এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ছে গার্মেন্সকর্মী, অফিসগামী মানুষ, কাঁচামাল ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আর আড়াইহাজারে প্রতিনিয়ত হচ্ছে ডাকাতি। ছিনতাই ও ডাকাতির কারণে আজ মানুষ দিশেহারা। পুলিশ প্রশাসনের টহল জোরদার না থাকায় এ ধরনের ঘটনা অহরহ ঘটছে বলে সাধারণ মানুষ দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি বলেন, আগে দেখা যেত শহরের বিভিন্ন অলিগলিতে গাড়ি ও পায়ে হেঁটে টহল দিত। কিন্তু এখন আর এ ধরনের টহল দিতে দেখা যায় না। যদি পুলিশী টহল জোরদার হতো তবে ছিনতাই ও চুরি কমে আসত। তাহলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারত। আর ছিনতাই বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। একাধিক ছিনতাই মামলার আসামী শাহাদাত হোসেন হাবু (৩২) নামের এক ছিনতাইকারীর গণপিটুনীতে মারা যায়। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় গণপিটুনিতে হাবুর মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২নং বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে হাবু শহরের দুর্র্ধষ ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত ২-৩ দিন যাবত শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সকল কিছু ছিনিয়ে নিতো হাবু ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে আবার উক্ত এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলে মারা যায় ওই ছিনতাইকারী। এসময় সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গণপিটুনীতে ওই ছিনতাইকারী মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাবুর বিরুদ্ধে থানায় ৭ টি ছিনতাই মামলা রয়েছে। এছাড়া গণপিটুনী দিয়ে হত্যার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। অপরদিকে গত শনিবার রাতে ফতুল্লার দেওভোগ এলাকায় কৃষ্ণা (৩২) নামের এক ছিনতাইকারীর গণপিটুনীতে মারা গেছে। ফতুল্লার দেওভোগ মাদ্রাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে জনগণ তাকে ছিনতাইকালে হাতেনাতে ধরে গণপিটুনি দিলে সে মারা যায়। নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের পুত্র। প্রতক্ষদর্শীরা জানায়, নিহত কৃষ্ণাসহ অপর দুই ছিনকারী এক পথচারীর নিকট থেকে ছিনতাই করার সময় ডাক-চিৎকার করলে স্থানীয় পথাচারী ও এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় এলাকাবাসী ও পথচারীরা ধাওয়া করে ছিনতাকারী কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, নিহত কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী। শনিবার রাতে সে সহ অপর দুই ছিনতাইকারী ছিনতাইকালে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে কৃষ্ণা কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানয় প্রায় আটটি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯