আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১৫

না’গঞ্জে জাপার মনোনয়ন পেলেন যারা

ডান্ডিবার্তা | ২৮ নভেম্বর, ২০২৩ | ৮:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে প্রার্থীর নাম প্রকাশ করছে জাতীয় পার্টি (জাপা)। তবে মনোনয়ন ফরম না তোলায় দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসনটি ফাঁকা রাখার কথা জানানো হয়েছে। আর জাপার দুর্গ বলে খ্যাত রংপুর-৩ (সদর) আসনে মনোনয়ন দেওয়া হয়নি রওশন এরশাদের ছেলে এবং ওই আসনের বর্তমান সংসদ সদস্য সাদ এরশাদকে। এখানে প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্টির মহাসচিব মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণা করেন। রওশন এরশাদের বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ এখনও মনোনয়ন ফরম নেননি। তবে তিনটি ফরম রাখতে বলেছেন। আমরা তা রেখেছি। ময়মনসিংহ-৪ আসন আমরা খালি রেখেছি। ওইটা রওশন এরশাদের আসন। তার জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। রানিং এমপি একজনকেই বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেইনি। সাদ এরশাদ প্রসঙ্গে পার্টির মহাসচিব চুন্নু আরও বলেন, সাদ এরশাদ মনোনয়ন সংগ্রহ করেনি। এখন কেউ যদি আগ্রহী না হয় এখানে আমাদের কিছু করার নেই। এছাড়া রওশনপন্থি হিসেবে পরিচিত মশিউর রহমান রাঙ্গাসহ বহিষ্কৃত জাপা নেতারাও পাননি দলের টিকিট। নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ আসনে মোঃ সাইফুল ইসলাম, আড়াইহাজার আসনে আলমগীর সিকদার লোটন, সোনারগাঁ লিয়াকত হোসেন খোকা, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আলহাজ্ব ছালাহ্ উদ্দিন খোকা মোল্লা ও সদর-বন্দর আসনে একেএম সেলিম ওসমান। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা