
ডান্ডিবার্তা রিপোর্ট স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে। এই ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে তারা আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে সারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা করতে চায়। মনোনয়ন জমাদান উপলক্ষে সারা দেশে যে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে সেটাকে ¤øান করতে মরিয়া স্বাধীনতাবিরোধী এই চক্রটি। পাশাপাশি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই জামায়াত সারা দেশে টার্গেট কিলিং, বড় ধরনের স্থাপনায় নাশকতা সহ বিভিন্ন হামলা এবং সন্ত্রাসী তৎপরতার নীল নকশা তৈরি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানাচ্ছে যে, জামায়াতের এই পরিকল্পনা সম্পর্কে তারা অবহিত এবং এটা প্রতিহত করার মতো যথেষ্ট ক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থার রয়েছে। উল্লেখ্য যে, জামায়াত হঠাৎ করেই তিন মাস আগে সরব হয়েছিল এবং তাদেরকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সভা করার অনুমতি দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এই সিদ্ধান্ত সুধীমহলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এরপর সরকার জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে। কারণ বিভিন্ন জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, সরকার নির্বাচনে আনতে জামায়াতের সঙ্গে সমঝোতা করছে। কিন্তু শেষ পর্যন্ত সে ধরনের কোন সমঝোতা হয়নি। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, আর যাই হোক না কেন, সরকার জামায়াতের সঙ্গে কোনরকম সমঝোতা করবে না। এরপর জামায়াত বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে শুরু করে এবং একের পর এক বিএনপির সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচি গ্রহণ করতে থাকে। গতকাল মঙ্গলবার বিএনপির সমাবেশ থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাÐব চালানো হলেও জামায়াত কিন্তু ঠিক শান্তিপূর্ণ সমাবেশ করেছে। এই শান্তিপূর্ণ সমাবেশের পর জামায়াত বিএনপির সঙ্গে সমান্তরাল কর্মসূচি দিয়ে আসছে। কিন্তু কোনো কর্মসূচিতে তাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। এমনকি গতানুগতিক মিছিল বা পিকেটিংয়েও জামায়াতের অনুপস্থিতি লক্ষণীয়। বিভিন্ন সূত্রগুলো বলছে, জামায়াত বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা নিয়েই এখন চুপচাপ রয়েছে। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, যখনই জামায়াত বড় ধরনের কোনো নাশকতা বা অপতৎপরতা শুরু করে, তার আগে জামায়াত ঘাপটি মেরে থাকে এবং সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এই নাশকতার পরিকল্পনা করে। আগামী ৩০ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যদি এই মনোনয়নপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি না করা হয় আগামীকাল তাহলে ৩০ নভেম্বর জামায়াত বড় ধরনের একটি নাশকতার পরিকল্পনা করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। শুধু আগামীকাল বৃহস্পতিবার বা মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে নয়, জামায়াত নির্বাচনের আগ থেকে টানা বিভিন্ন জায়গায় নাশকতা, টার্গেট কিলিং এবং বিভিন্ন স্থাপনায় হামলার মতো ঘটনা ঘটাতে চায়। এর মূল লক্ষ্য হল এমন একটি পরিস্থিতি যা তৈরি করতে চায় যাতে জনগণ আতঙ্কিত হয় এবং ভোট কেন্দ্রে না যায়। বিএনপি এবং জামায়াত দুটি দলই মনে করছে, শেষ পর্যন্ত নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতি নির্ভর করছে নির্বাচনে কত ভোটার অংশগ্রহণ করে তার ওপর। আর এই কারণেই এই দুটি দল নির্বাচনের আগে ভোটারদের ভীতি সঞ্চারের এক একটি নীলনকশা করেছে যে নীল নকশার প্রধান মাস্টারমাইন্ড হল জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলাম একটা পরিস্থিতি তৈরি করতে চায় ভোটের আগে যে পরিস্থিতিতে মানুষ উদ্বিগ্ন হবে, ঘর থেকে বেরোবে না এবং শেষ পর্যন্ত একটি ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি যদি তারা করতে পারে তাহলেই তাদের আন্দোলনের সার্থকতা বলে তারা মনে করছে। এর ফলে সরকারের ওপর গ্রহণযোগ্যতার সংকট তৈরি হবে এবং সরকার একটা চাপের মধ্যে পড়ে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯