আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৬

না’গঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি!

ডান্ডিবার্তা | ৩০ নভেম্বর, ২০২৩ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের-৫টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫১জন প্রার্থী। গতকাল বুধবার পর্যন্ত জেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র গুলো সংগ্রহ করা হয়। যারা মনোনয়নপত্র সংগ্রহ করলেন- রূপগঞ্জ আসনে গোলাম দস্তগীর গাজী (আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (তৃণমূল বিএনপি), একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শাহাজাহান ভুইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র)। আড়াইহাজার আসনে নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি), মো. শরিফুল ইসলাম (স্বতন্ত্র), সোনারগাঁ আসনে কায়সার হাসনাত (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), এবিএস ওয়ালিউর রহমান খান (বিএনএম), মো. আসলাম হোসাইন (বাংলাদেশ ন্যাশনাল পার্টি), এরফান হোসেন দীপ (আওয়ামী লীগ), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), মো, মজিবুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), গোলাম মসীহ (জাতীয় পার্টি), মো. জামান মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি), আসলাম (স্বতন্ত্র), মো. জমিল মিজি (জাকের পার্টি), মো. শাহাবুদ্দিন আহমেদ শাওন (স্বতন্ত্র), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), মারুফ ইসলাম ঝলক (আওয়ামী লীগ), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র), আফরোজা বেগম (তৃণমূল বিএনপি)। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে একেএম শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. রাশেদুল ইসলাম (স্বতন্ত্র), গোলাম মোহাম্মদ (স্বতন্ত্র), মুহাম্মদ গিয়াসউদ্দিন (স্বতন্ত্র), মো. আলি হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম প্রধান (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মুহাম্দ কায়সার (স্বতন্ত্র), শহিদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস), মো. ছৈয়দ হোসেন (জাসদ) কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)। সদর-বন্দর আসনে একেএম সেলিম ওসমান, এএসএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি), মো. জসিম উদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), মো. আব্দুল হামিদ ভাসানী (তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রীম পার্টি)। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, ২২ লাখ ৫৫ হাজার ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬জন; তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে ১৭ জন। এর মধ্যে রূপগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৮৫ হাজার ৬১৬ জন। আড়াইহাজার আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৩৩ হাজার ২৬৭ জন। সোনারগাঁ আসনে মোট ভোটার ৩লাখ ৪৫ হাজার ৬৩৮জন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। সদর-বন্দর আসনে ৪ লাখ ৪৪ হাজার। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা