আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৪৩

পাটমন্ত্রীর মিছিলে মহড়া দেয়া শটগান জব্দ

ডান্ডিবার্তা | ০১ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মনোনয়নপত্র দাখিলের সময় গত বুধবার দুপুরে শত শত নেতাকর্মী ও সমর্থকদের মিছিলের অগ্রভাগে সবার সামনে লাল রঙের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট পড়া অস্ত্রধারী এক ব্যক্তি প্রকাশ্যে কাঁধে শটগান ঝুলিয়ে মহড়া দেয়া শটগানটি পুলিশ জব্দ করেছে। সেই অস্ত্রধারী ওই ব্যক্তির নাম জামান। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির বেতনভুক্ত গানম্যান বা বডিগার্ড। পুলিশ সে অস্ত্রটি জব্দ করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এর আগে আমি মেয়র নির্বাচন করার ঘোষণা দিলে আমার ওপর তিন বার হামলা হয়। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। তাই আমার জীবনের নিরাপত্তার জন্য আমি সরকারের কাছে গানম্যান চেয়ে আবেদন করি। তার পরিপ্রেক্ষিতে জামান আমার বডিগার্ড হিসেবে চাকরি করছে। সে আমার বেতনভুক্ত কর্মচারী। তবে অস্ত্রটি তার নিজের নামে লাইসেন্স করা। তার বৈধ অস্ত্রই সে বহন করেছে। আমি তাকে বলেছিলাম অস্ত্রটি গাড়িতে রাখতে। তবে মিছিলে এভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার নিয়ম নেই, সে এটা বুঝতে পারেনি। বোকার মতো মিছিলে গিয়ে ভুল কাজ করেছে। পরবর্তীতে পুলিশ অস্ত্রটি জব্দ করতে চাইলে সে তার অস্ত্র ও লাইসেন্স জমা দিয়ে দেয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লাইসেন্সসহ অস্ত্রটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল হক বলেন, “শুধু নির্বাচন চলাকালীন সময়ই নয়, কোন সময়ই লাইসেন্সধারী ব্যক্তিও তার অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করতে পারবেন না। এইটা নীতিমালা বহির্ভূত। এই বিষয়ে আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ কেউ এখন পর্যন্ত করেনি।” এই ব্যাপারে যোগাযোগ করতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ ব্যপারে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিক পদক্ষেপ নিয়ে অস্ত্রটি জব্দ করেছে পুলিশ। লাইসেন্সধারী কেউ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে পারেন না। অস্ত্রটির লাইসেন্স বাতিলের সুপারিশ করে আমরা জেলা ম্যাজিস্ট্রেটকে লিখিত দেবো।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা