আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:০৬

কর্মীদের বিপদে-নেতারা লাপাত্তা

ডান্ডিবার্তা | ০২ ডিসেম্বর, ২০২৩ | ৪:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মাঠ পর্যায়ের কর্মীদের বিপদে ফেলে জেলা বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক চলমান সরকার বিরোধী আন্দোলেেন মাঠে নেই। কর্মী রাজপথে থাকলেও শীর্ষ নেতারা রাজপথে না থাকায় দলের তৃনমূলে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। কর্মীদের মতে, দলের শীর্ষ নেতারা নিরাপদে থেকে আমাদের বিপদের মুখে ফেলেছে। হামলা-মামলার শঙ্কা নিয়ে আমরা এখন বাড়ী-ঘর ছেড়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। বিশ্লেষকদের মতে, দলের শীর্ষ নেতারা রাজপথে না থাকায় আন্দোলনের ভাটা পরেছে। বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টরা জানায়, গত ২৮ অক্টোবরের পর থেকে রাজপথে দেখা মেলেনি জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে। বিএনপির টানা হরতাল-অবরোধ পালন করছে দলের মধ্যম পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। পুলিশ গুলি, হামলা, মাললাকে উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলন সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু রাজপথে পাচ্ছেনা জেলা বিএনপির শীর্ষ দুই নেতাকে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলন করতে গিয়ে জেলার ৭থানায় ২২টি মামলা হয়েছে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে। আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীরা নানাভাবে আক্রান্ত হচ্ছে। হয়রানী থেকে বাদ যাচ্ছে না পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রাও। একাধিক মামলা মাথায় নিয়ে ফেরারি জীবন যাপন করছে নেতাকর্মীরা। কৃষি জমি,চর, ঝোপের মধ্যে রাত যাপন করছে। আন্দোলন করতে গিয়ে অনেকে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের সদস্য অর্ধহারে, অনাহারে দিন কাটাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনের শুরুতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। অন্যদিকে কেন্দ্রীয় পদ বাগিয়ে লম্ফঝম্প করা মোস্তাফিজুর রহমান সুমনকে রাজপথে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আড়াইহাজার আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর সঙ্গে আতাঁতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে এখন ওপেন সিক্রেট। নজরুল ইসলাম আজাদ, এড.শাখাওয়াত, ইউসুফ খান টিপু ছাড়া জেলার অন্যান্য শীর্ষ নেতাদের রাজপথে তেমন একটা দেখা যায়নি। শুরুর দিকে কেউ কেউ ফটোসেশান করেই দায়িত্ব শেষ করে আত্মগোপনে চলে গেছে। ফলে চরম বিপাকে পেরেছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। শীর্ষ নেতারা আন্দোলনে পাশে না থাকায় সরকার বিরোধী আন্দোলনে ভাটা পরেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা