আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:০৪

আড়াইহাজারে যুবলীগ নেতার বিচার বানিজ্য!

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট টাকা কামাই যেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম ভূইয়ার মূলমন্ত্র। আড়াইহাজার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া টাকা পেলেই বিচার সালিশে করে থাকেন অন্যরকম বিচার।এছাড়া নদী খনন,সন্ত্রাসী লালন-পালন,নারী উত্যক্ত, পুলিশের দালালী সহ এমন কোন কাজ নেই তিনি করেন না। স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর অত্যন্ত কাছের মানুষ হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পান না। যুবলীগ নেতা রেজাউল করিম ভূইয়া বর্তমানে আড়াইহাজার থানার উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা বাজার ব্রিজ সংলগ্ন নদী হতে বালু উত্তোলন করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এখান থেকে বিভিন্ন লোককে বালু দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন গুনধর যুবলীগ নেতা রেজাউল করিম ভূইয়া। তাকে সহযোগিতা করছেন সফর আলী কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ এবং লিটু নামে জনৈক ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রেজাউল করিম ভূইয়া বর্তমানে আড়াইহাজার উপজেলার একটি আতঙ্কিত নাম। যার নাম শুনলেই মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়েন। বিভিন্ন বিচার সালিশে অগ্রিম টাকা নিয়ে বিচার করা, মেয়েদের উত্যক্ত করা, নদী হতে বালু কাটার নামে বালু দেওয়ার কথা বলে অগ্রিম অর্থ হাতিয়ে নেওয়া, বিভিন্ন মামলা দায়েরের ক্ষেত্রে থানা পুলিশের দালালী করা নৈমিত্তিক কাজ রেজাউল করিম ভূইয়ার। একটি সূত্র হতে জানা যায়, খাগকান্দা ইউনিয়নের ল²ীপুর গ্রামের মৃত ছমিরউদ্দিন ভূঁইয়ার পুত্র মোঃ রেজাউল করিম ভূইয়া। আড়াইহাজার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হবার বদৌলতে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। তিনি অর্থ বানিজ্যের নেশায় মেতে ওঠেন। অল্প সময়ের মধ্যে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যান। সম্পদ অর্জনের মূল হাতিয়ার হিসেবে নিয়েছেন বিচার সালিশ, থানায় তদবির, নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন, নদী হতে বালু উত্তোলন ইত্যাদি উল্লেখযোগ্য। এত অপকর্ম করার পরও দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে না পারলেও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর অত্যন্ত কাছের লোক হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায় না। এমনকি তার বিরুদ্ধে নজরুল ইসলাম বাবু এমপির কাছে বহু অভিযোগ থাকলেও নজরুল ইসলাম বাবু তার স্বার্থে রেজাউল করিম ভূইয়াকে শেল্টার দিয়ে আসছেন। এমপি বাবুর শেল্টার পেয়ে মূলত দিন দিন বেশি করে বেপরোয়া হয়ে ওঠে রেজাউল করিম ভূইয়া। এমনকি যুবলীগ নেতারাও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ব্যাপারে রেজাউল করিম ভূইয়া মুঠোফোনে বলেন, ভাই আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো একেবারেই মিথ্যা ও বানোয়াট। আমি কোন বিচার আচারে যাইনা তাহলে টাকা খাই কি করে। নারী উক্ত্যক্ত প্রসঙ্গে তিনি বলেন, ভাই আমার বর্তমান বয়স ৫৫ বছর। আমার ছেলেকে এমবিএ কমপ্লিট করিয়ে বিয়ে করিয়েছি। এ বয়সে কি আমার এ ধরনের কাজ চলে কিনা আপনিই বলেন। বালু ভরাট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পিএস লিকু ভাই টেন্ডারের মাধ্যমে নদী খননের কাজ পেয়েছেন। সেখানে আমি বা আমরা কিভাবে নদী খনন করি। প্রধানমন্ত্রীর স্পেশাল বরাদ্ধ থেকে এ নদী খনন কর্মসুচি চলছে। পুরো নদীটি ৩শত ফুট চওড়া। সেখানে স্থান ভেদে ৫ থেকে ৭ফুট অন্তর খনন করা হচ্ছে। তবে কৃষকের জমি কোনভাবেই ক্ষতিগ্রস্থ হচ্ছেনা। আমার ব্যাপাওে আপনাকে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ন ভুল এবং মিথ্যা। আপনাকে যিনি এ তথ্য দিয়েছেন তাকে নিয়ে আসুন এবং দেখুন তার দেয়া অভিযোগগুলো কতটুকু বাস্তবসম্মত। আপনার চায়ের দাওয়াত রইল। আড়াইহাজারে আসবেন একসাথে বসে চা খাবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা