আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৫০

শহীদদের অপমানিত করা হচ্ছে

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:২৭ পূর্বাহ্ণ

১৯৭৫ এর ১৫ আগষ্টের সূর্যাস্তের মুহূর্ত পর্যন্ত শহীদ মিনারের সম্ভ্রম বজায় ছিলো। তারপর থেকে আমাদের শহীদ মিনার তার গুরুত্ব ও গাম্ভীর্য হারাতে থাকে। বর্তমান প্রজন্মের কাছে শহীদ মিনার রড, সিমেন্ট, কংক্রিট দিয়ে নির্মিত কয়েকটি পিলার মাত্র। একশ্রেনির কাছে এটি সাংগঠনিক পরিচয়ে সমবেত হওয়ার একটি জংশন। আরেক শ্রেনির কাছে রং, তুলি ও ফুলেল সাজের বাহারি সৌন্দর্যের ভিডিওগ্রাফীর মিলন মঞ্চ। কিন্তু ৫২ ও ১৯৭১ এর ঝড়ে ওলট-পালট হওয়া পরিবার গুলোর কাছে এটি ইট, পাথরে গড়া কোন স্থাপত্য নয়, এই মিনার তাদের অহংকার, শোকাভিভূত হৃদয়ের এক পবিত্র অনুভূতি। আজকের শিক্ষা ব্যবস্থা,শিক্ষার্থীদের শুধু এক গাদা বই মুখস্ত করায় ব্যস্ত,কিন্তু কেউ বইয়ের আসল তাৎপর্য বা মর্ম বুঝানোর চেষ্টা পযর্ন্ত কেউ করে না।দুই-একজন যারা আছে তারা শিখানোর চেষ্টা করলে বিভিন্ন বাধার সমুখ হতে হয়। এই কারনে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে না। অবস্থা দৃষ্টে মনে হয় যারা শহিদ মিনারের উপর বসে আছেন তারা কমবেশি লেখা পড়া জানেন এবং শিক্ষিত। তারা কোন না কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী। কিন্তু তাদের জ্ঞনের পরিধি কতটুকু তানিয়ে সচেতন মানুষের ভেতরে নানা প্রশ্ন উকি দেয়। শহিদ মিনার একটা পবিত্র স্থান সেস্হানে পায়ে জুতা নিয়ে বসা বা জুতা নিয়ে উঠা এটা যেএকটা জাতির জন্য কতটুকু লজ্জা জনক ব্যাপার সেটা তারা জানেইনা। এভাবে শহিদদের অপমানিত করা হচ্ছে তাচ্ছিল্য করা হচ্ছে তা সহজ ভাবে মেনে নেওয়া যায়না। একটি শহিদ মিনারকে সন্মান করা মানে সমস্ত শহিদদের সন্মান করা এটা আমাদের বিবেকে ধারণ করতে হবে তা না হলে শহিদদের সঠিক মর্যাদা দিতে পারবো না।তাদের অবদান আমাদের অবশ্যই স্বীকার করত হবে। এই ব্যাপারটির ওপর সুনজর রাখার জন্য মাননীয় জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মহোদয়ের কাছে উদাত্ত আহŸান রইলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা