আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:০৯

শামীম ওসমানকে শোকজ

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানকে শোকজ করা হয়েছে। গতকাল শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবিব সাক্ষরিত এক চিঠিতে আজ রোববার বেলা সাড়ে ১১টায় শামীম ওসমানের কাছে কারণ দর্শানোর ব্যাখা চাওয়া হয়েছে। গত শুক্রবার জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব এই মিছিল বের করে এবং শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করে। চিঠিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার ও গতকাল শনিবার অনলাইন সংস্করন ও প্রিন্ট সংস্করনে প্রকাশিত সচিত্র সংবাদ অনুযায়ী গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা করা হয়। যাতে কতরে বর্নিত এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ফলে আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১৫নং কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান কমিটি (নির্বাচনী এলাকা নং-২০৭) আসন নং এর কার্যালয়ে ব্যক্তিগত ভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য বলা হয়েছে শামীম ওসমানকে। প্রসঙ্গত: গত শুক্রবার জুমার নামাজের পর শামীম ওসমানের নির্বাচনী এলাকা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসব মিছিলে শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়। এ ছাড়া, শামীম ওসমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ¯েøাগান দেওয়া হয়। এরমধ্যে শহরের তল্লা এলাকায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের নেতৃত্বে ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীক ফেষ্টুন ও বাদ্যবাজনা বাজিয়ে গত শুক্রবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশাল মিছিল করেছে কর্মী-সমর্থকরা। এসময় পথসভা করে শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়া হয় এলাকাবাসীর কাছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা