নেতারা গোপনে কর্মীরা রাজপথে

ডান্ডিবার্তা | ডিসেম্বর ০৫, ২০২৩, ১১:২৫ | Comments Off on নেতারা গোপনে কর্মীরা রাজপথে

ডান্ডিবার্তা রিপোর্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ‘এক দফা’ দাবিতে গত ২৮ অক্টোবরের আগে রাজপথে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করলেও বর্তমানে মামলায় জর্জরিত নারায়ণগঞ্জ বিএনপি। মামলা ও গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে গেছে জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। তবে নেতাদের নির্দেশে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ ও মশাল মিছিল করছেন মাঠ পর্যায়ে নতোকর্মীরা। যদিও অবরোধ-হরতালে এই কর্মসূচি কোন প্রভাব ফেলছে না। পুলিশী গ্রেপ্তার ও ভয়কে উপেক্ষা করে সাধারণ কর্মীরা কোনোমতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এক সময় ধীরে ধীরে এই আন্দোলন বড় পরিসরে জমাট বাধবে, এবং নেতারাও আন্দোলনে শরীক হবে, এমনটা বলছেন মাঠের নেতাকর্মীরা। এদিকে দলের কেন্দ্রীয় নেতাদের বড় অংশ কারাবন্দি, বিপুল সংখ্যক নেতার বিভিন্ন মেয়াদে সাজা, জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা পুলিশের ব্যাপক তৎপরতায় আড়ালে, এমন এক পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগসংগঠনগুলোর সরকার বিরোধী আন্দোলনে ভাটা পড়েছে। তবে একাধিক নেতার বক্তব্য হচ্ছে, গত ২৯ অক্টোবর হরতাল ও পরবর্তী বিএনপির ডাকা টানা অবরোধের সমর্থনের শুরুতে নারায়ণগঞ্জের রাজপথে বিএনপি বেশকয়েকটি কর্মসূচি পালন করে আলোচনায় আসলেও পরবর্তীতে মামলা ও গ্রেফতার আতঙ্কের কারণে হরতাল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করা হলেও রাজপথে জোড়ালো ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে তারা। তবে অচিরেই আন্দোলনের গতিবিধি পরিবর্তন হবে। আবারো সংঘবদ্ধভাবে বিএনপিসহ সমমনাদলগুলো নারায়ণগঞ্জের রাজপতে নামবে বলে মনে করছেন বিএনপি শীর্ষ একাধিক নেতা। ওদিকে শীর্ষ নেতারা গ্রেপ্তার আতঙ্কে আড়ালে চলে গেলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দিয়ে দলীয় কর্মসূচি পালন করাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ধারাবাহিক ভাবে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনগুলো রাজপথে বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে যাচ্ছেন। দলীয় তথ্যমতে, হরতাল ও টানা অবরোধের সমর্থনে শুরুতে আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে হরতাল ও অবরোধ পালন করে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল ও অবরোধ পালন করতে গিয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছিলেন। হরতাল ও অবরোধের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা আজাদকে আসামি করে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সেই মামলা ৫০জনের বেশী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরপর দমে যায়নি আজাদ। মামলা মাথায় নিয়েও বিএনপির ডাকা অবরোধ ও সদ্য ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে দলীয় নেতাকর্মীদের দিয়ে আড়াইহাজারে একের পর এক দলীয় কর্মসূচি পালন করেই চলেছে। আর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন তারা সবাই রয়েছেন আত্মগোপনে। বিএনপি’র টানা অবরোধ কর্মসূচি ও তফসিল ঘোষণার পর তাদেরকে রাজপথের কোথাও দেখা যায়নি। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু হরতাল ও অবরোধের শুরুতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দাপুটের সাথে কর্মসূচি পালন করেছে। কিন্তু হঠাৎ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। টিপু গ্রেপ্তার হওয়ার পরে সাখাওয়াতও আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থেকেও সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দিয়ে ধারাবাহিক ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করাচ্ছেন। এদিকে তফসিল ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্মগোপনে থেকেও হরতাল ও টানা অবরোধ এবং তফসিল প্রত্যাখ্যানের দাবিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও মশাল মিছিল করিয়েছেন। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদও বিএনপির ডাকা টানা হরতাল ও অবরোধের সমর্থনে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে দলীয় নেতাকর্মীদের দিয়ে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় সড়ক অবরোধ থেকে শুরু করে মশাল মিছিল করিয়েই চলেছে। এছাড়া ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো: চৌধুরীর নির্দেশনা ফতুল্লায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলীয় তথ্যমতে, গত ২৮ অক্টোবর আলোচিত মহাসমাবেশের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত নাশকতার অভিযোগ এনে ২১টি মামলা দায়ের হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এরমধ্যে ২০টি মামলার বাদী পুলিশ। শুধু রূপগঞ্জ থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে একটি মামলার বাদী ছাত্রলীগের এক কর্মী। এই সকল মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে কয়েকশত জনকে। এখন পর্যন্ত এই সকল মামলায় প্রায় চারশত মত গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সূত্র জানায়-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর নির্বাচনের এই তফসিল প্রত্যাখ্যান করে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেই চলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন দেখার বিষয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন গুলো রাজপথে কেমন ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, সরকার জনগণের দাবিকে উপেক্ষা করে অনৈতিকভাবে তফসিল ঘোষণা করেছে। এতে বুঝা যায় তারা আবারও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি এবং থাকবো। বিএনপি’র চলমান আন্দোলন আরও বেগবান হবে। আমাদের এক দফা দাবি এই সরকারের পদত্যাগ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকার হামলা মামলা গ্রেপ্তার করে বিরোধীদলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি করছে। হামলা মামলা ও গ্রেফতার নির্যাতন করে আমাদেরকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ জানান, সরকার আবারো পাতানো নির্বাচন করার জন্য সারাদেশের মতো নারায়ণগঞ্জের বিএনপির ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। অনেককে গ্রেপ্তার করেছে। আন্দোলনে সক্রীয় নেতাকর্মীরা বাড়ি-ঘর ছাড়া আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতার কারণে। প্রতিরাতেই পুলিশ ও ডিবি নেতাদের বাড়িতে হানা দিচ্ছে। তারপরও আমাদের নির্দেশে কর্মীরা আন্দোলনে ভুমিকা রাখছে। আমরা আড়ালে থাকলেও আন্দোলনের মাঠ ছাড়িনি। আন্দোলনেরই আছি। অচিরেই আমরা আবার সংঘবদ্ধভাবে মাঠে নামবো, ইনশাআল্লাহ। এবং এক দফার দাবি পুরুন করেই বাড়ি ফিরবো। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতিতেও তারা ভোট চুরি করে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় এসেছে। এবার আর তাদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। তাই সবার আগে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন, এই সরকার আবারো একটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য বিরোধী মত দমনে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। বিএনপিকে নেতৃত্বশূণ্য করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। কিন্তু যত নির্যাতনই করুক না কেনো, এবার আর আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবো। সে পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪