
ডান্ডিবার্তা রিপোর্ট এবার জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলো রীতিমতো সাইডলাইনে চলে গেছে। মনোনয়নপত্র বাছাইয়ের পর যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে সুস্পষ্ট হয়ে গেছে যে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের। অন্য দলগুলো এবার নির্বাচনে কখনোই সবগুলো আসলে মূল প্রতিদ্ব›দ্বী নয়। শুধুমাত্র ব্যক্তিগত ভাবে জনপ্রিয় বা এলাকায় জনপ্রিয় রাজনৈতিক দলগুলো কোন কোন আসনে আওয়ামী লীগ বা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবে। কিন্তু এই নির্বাচন মূলত হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই। এবার নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা খুলে দেন। তিনি দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠকে প্রথমেই জানিয়ে দেন যে, কাউকেই বিনা ভোটে জয়ী হতে দেওয়া হবে না। তাকে গ্রহণ করা হবে না। তিনি সব আসনেই ডামি প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং এটি যেন আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ফ্ল্যাট গেট ওপেন করে দেয়। স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় চার শতাধিক স্বতন্ত্র প্রার্থী যারা আওয়ামী লীগ করেন বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রথম দিকে আওয়ামী লীগের যারা মনোনয়ন পেয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া, ভয়ভীতি দেখানো ইত্যাদির চেষ্টা করেছিলেন। কিন্তু দলের হাইকমান্ড থেকে এ ব্যাপারে কঠোর সতর্কবার্তা জারি করা হয়। বলা হয় যে, কোনো স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে দেওয়া যাবে না। আর এর ফলে স্বতন্ত্র প্রার্থীদের কারণে এবার নির্বাচনে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের পর প্রধান রাজনৈতিক দল যারা ২৮৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই ২৮৭টি আসনের মধ্যে সর্বোচ্চ ১০ থেকে ২০ জন প্রার্থী আছেন যারা আগামী নির্বাচনে জয়ের যোগ্য বা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন। বাকি প্রার্থীদের অবস্থা এমন যে ভোটের মাঠে তাদের জামানত হলেও কেউ অবাক হবেন না। এই সমস্ত প্রার্থীরা নির্বাচনে শক্ত প্রতিদ্ব›িদ্বতা গড়ে তুলতে পারবেন না এবং জাতীয় পার্টির উপস্থিতির কারণে ভোটার উপস্থিতি বাড়বে এমনটি মনে করার কোন কারণ নেই। এছাড়াও তৃণমূল বিএনপির হাতে গোনা তিন চারজন নেতাই নির্বাচনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং তারা ভোটের মাঠে ভালো ফলাফল করতে পারবেন। প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন। বিএনএমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর এই কারণেই এবারের নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত না করা হত তাহলে এবার নির্বাচনও একটা পানসে একপেশে নির্বাচন হত। অনেক স্থানে দেখা যেতো যে, বিনা ভোটে অনেক নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতার ফলে দুটো বিষয় হয়েছে। একটি হলো যে তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছে। ভোটারদের সাথে কথাবার্তা বলছেন। বিশেষ করে যে সমস্ত স্থানে আওয়ামী লীগের একই এমপি আবার মনোনয়ন পেয়েছেন সেই সমস্ত আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা এখন আওয়ামী লীগের প্রার্থীর কঠোর সমালোচক পরিণত হয়েছেন। তাছাড়া অনেক স্থানে যারা বর্তমানে এমপি মনোনয়ন পাননি, তাদের একটা বলয় এলাকায় তৈরি হওয়ার কারণে তারা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য কোমর কষে নামতে পারছেন। ফলে এবারের নির্বাচনে যদি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী যারা মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি স্বতন্ত্র প্রার্থীরাই যদি বিরোধী দলের নেতা বা উপনেতা হন সেখানেও বিস্মিত হবার কোন কারণ থাকবে না। কারণ আওয়ামী লীগ সভাপতি এবার সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যদি হয়, প্রশাসন যদি নির্বাচনে কোন হস্তক্ষেপ না করে তাহলে এই নির্বাচনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। বিরোধী দলও হবে আওয়ামী লীগের বিদ্রোহীরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯