
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে ওএমএস চাল ও আটার চাহিদা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন এক ওএমএস ডিলার ২শ’ জনকে ন্যায্য মূলে জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা দিয়ে থাকেন। আর এ চাল আটার জন্য নারী-পুরুষের লাইন চোখে পড়ার মত। সকাল ১০টা থেকে চাল আটা দেয়া হলেও রাত ১২টায় এসে লাইন ধরতে হয় ওএমএস চাল আটা গ্রহীতাদের। গত সোমবার রাত ১২টায় বন্দরের নাসিক ২৩নং ওয়ার্ডে কবিলের মোড় এলাকায় ওএমএস ডিলারের দোকানের সামনে ২০/২৫জন নারী এসে লাইন ধরে বসে আছেন। তারা সকালে যখন চাল-আটা দেয়া শুরু হবে তখন তারা তা কিনে নিবেন। এ ব্যপারে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, রাতে এসে লাইন না ধরলে চাল-আটা পাওয়া যায় না। এ ব্যপারে হেলেনা নামে এক মহিলা বলেন, আমরা সারা রাত এখানে বসে থাকব। সকালে চাল-আটা দেয়া শুরু করলে তা কিনে নিব। আমরা গরীব মানুষ বাজার থেকে বেশী দামে কিনে খেতে পারিনা। আমাদের যা আয় হয় তাতে বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে কুলিয়ে উঠতে পারিনা। তাই রাতে এসে লাইন ধরে চাল-আটা নিতে হয়। কত জনকে চাল-আটা দেয়া হয় জনতে চাইলে তারা বলেন, জনকে দেন তারা বলতে পারিনা তবে অনেক ভীড় হয়। তাই আমরা রাতে এসে লাইন না ধরলে সকালে হুরুহুরি লেগে যায়। কত টাকা কেজি দরে চাল-আটা বিক্রি হয় জানতে চাইলে তারা বলেন, ৩০ টাকা কেজি চাল ও ২৪ টাকা কেজি আটার মূল্য রাখে। এখন শীতকাল আপনারা রাত ভর কষ্ট হবে না জানতে চাইল তারা বলেন, কি করব আমরা গরীব মানুষ বাজার থেকে কিনে খাওয়া আমাদের কষ্ট হয়। প্রধামন্ত্রী শেখ হাসিনা ন্যায্যমূলে চাল-আটা বিক্রির ব্যবস্থা করায় আমরা গরীব মানুষের অনেক উপকার হয়েছে। রাতভর কষ্ট করে নিলেও সে কষ্ট আমাদের গায়ে লাগেনা যখন কম মূল্যে আমরা খাদ্য পাই। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে ওএমএস এর চাল-আটা যদি আরো বেশী লোককে দেয়া ব্যবস্থা হতো তবে অনেক গরীব মানুষের উপকার হতো। এ ব্যপারে ওএমএস ডিলার ওসমান মিয়া জানান, আমরা প্রতিদিন ২শত লোককে চাল-আটা দিয়ে খাদ্যের জোগান দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যবস্থা করে গরীবদের দোয়া পাচ্ছেন। এ ব্যপারে জেলা খাদ্য কর্মকর্তা আসমা উল হুসনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে খাদ্য ইন্সিস্পেক্টর জুয়েল জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬টি স্থানে প্রতিদিন ২শ’ জনতে চাল-আটা ওএমএস এর মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সরকারি ছুটি ও সপ্তাহিক ছুটির দিন ব্যতিত প্রতিদিন নাসিকের ৫ হাজার ২শ’ লোক উপকৃত হচ্ছেন। সরকার একটা নিয়মের মধ্যে আনার চিন্তা করছেন। ওএমএস চাল-আটার জন্য কার্ড দেয়া হবে। তখন কার্ডধারীরা নিয়মমত চাল-আটা পাবেন। বিষয়টি আমরা এর তদারকি করছি। স্থানীয়দের দাবি ওএমএস চাল-আটা বিক্রির স্থান বৃদ্ধিসহ কমপক্ষে প্রতিদিন ৫শ’ লোককে দেয়া ব্যবস্থা করা হলে এর প্রভাব বাজারে দ্রæত পড়তে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯