
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন। আলোচিত এই রাজনৈতিক নেতার সম্পদ পরিমাণ মাত্র দুই বছরের ব্যবধানে বেড়েছে ৮ গুণ। আর তাঁর গৃহিনী স্ত্রীর সম্পদ বেড়েছে ৬৬ গুণেরও বেশি। শুধু তাই নয় এর মধ্যে একটি মাইক্রোবাসও কিনেছেন তাঁর স্ত্রী। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সাথে কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। দুই বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হন তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় পরবর্তীতে বিএনপি তাকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক পদ থেকে বহিষ্কার করে। নাসিক নির্বাচন উপলক্ষে ২০২১ সালের ডিসেম্বরে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তৈমুর আলমের কাছে তখন নগদ ৫ লাখ টাকা ছাড়া অস্থাবর কোন সম্পদ ছিল না। কিন্তু মাত্র ২ বছরের ব্যবধানে সেই সম্পদের পরিমাণ ৮ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে ৬ লাখ ৫১ হাজার ৫০২ টাকা নগদ এবং ৩৬ লাখ ৬৮ হাজার ৪৯৮ টাকা ব্যাংকে জমা রয়েছে বলে হলফনামায় দেখিয়েছেন তিনি। এছাড়া দুই বছর আগে তার কাছে স্বর্ণ ছিল ৫ ভরি। যা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছিলেন। উপহারে পাওয়া আরও ১১ ভরি মিলিয়ে বর্তমানে তাঁর কাছে ১৬ ভরি স্বর্ণ রয়েছে। যার মূল্য তিনি হলফনামায় দেখাননি। দুই বছর আগে তৈমুর আলমের স্ত্রী হালিমা ফারজানার কাছে নগদ টাকা ছিল মাত্র ২ লাখ। এছাড়া আর কোন অস্থাবর সম্পদ ছিল না তাঁর নামে। বর্তমানে স্ত্রীর নামে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৩৭২ টাকা রয়েছে। যা আগের তুলনায় ৬৬ গুণেরও বেশি। এই বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, তাঁর স্ত্রী একজন গৃহিনী। তৈমুরের দুই কন্যা ও স্ত্রীর বেশিরভাগ আত্মীয়-স্বজন দেশের বাইরে থাকেন। তারা তাঁর স্ত্রীকে টাকা পাঠান, এই কারণে সম্পদের পরিমাণ বেড়েছে। এদিকে, দুই বছর আগে তাঁর স্ত্রীর কোন গাড়ি না থাকলেও এবার একটি মাইক্রোবাসও (নোয়া) তাঁর অস্থাবর সম্পদের তালিকায় দেখিয়েছেন তৈমুর। তবে, দুই বছর আগের ১২ ভরি স্বর্ণালঙ্কার এবারও একই আছে। অস্থাবর সম্পদের তালিকায় নিজের ও স্ত্রীর ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র থাকলেও তার মূল্য উল্লেখ করেননি। তৈমুর আলমের কোন ছেলে নেই, তাঁর দুই কন্যার একজন আমেরিকা ও অপরজন লন্ডন থাকেন বলে জানিয়েছেন হলফনামায়। ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রূপগঞ্জ আসনে ২০১৮ সালেও প্রার্থী হয়েছিলেন তৈমুর। ২০১৮ ও ২০২২ সালের হলফনামায় তাঁর উপর নির্ভরশীলদের আয় ছিল শূণ্য। তবে, এবার তাঁর উপর নির্ভরশীলদের আয় তিনি দেখিয়েছেন ৮ লাখ ৭৫ হাজার ৫৩ টাকা। অন্যদিকে, আইন পেশায় নিয়োজিত তৈমুর আলম খন্দকারের নিজের বাৎসরিক আয় ১২ লাখ ১৯ হাজার ২৪৮ টাকা। যা ২ বছর আগে ছিল ৮ লাখ ১ হাজার ৬৪১ টাকা। স্থাবর সম্পদ হিসেবে তৈমুরের রাজউকের ৫ কাঠার একটি প্লট রয়েছে এবং ২৭৬ বর্গমিটারের একটি নির্মাণাধীন বাড়ি রয়েছে। যা ২ বছর আগেও একই ছিল। আগে যৌথভাবে ২০০ শতাংশ কৃষিজমির ২২ দশমিক ২২ শতাংশের অংশীদার ছিলেন। এছাড়া ৩০ শতাংশ অকৃষিজমির ২২ দশমিক ২২ শতাংশ জমির অংশীদার ছিলেন। যা এবার তিনি উল্লেখ করেননি। স্ত্রীর নামে ৭৪ দশমিক ৩৪ বর্গমিটারের স্পেস রয়েছে ঢাকার তোপখানা রোডে। আগে ৩১৪ বর্গমিটারের একটি ফ্ল্যাট ছিল। ‘কিংস পার্টি’ খ্যাত তৃণমূল বিএনপির এ প্রার্থীর কোন দেনা বা ঋণ নেই। তাঁর নামে বর্তমানে দশটি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি হাইকোর্টের নির্দেশে স্থগিত এবং বাকিগুলো বিচারাধীন। এর আগে তাঁর বিরুদ্ধে আরও ২০টি মামলা ছিল। যার মধ্যে পাঁচটি বিচারাধীন এবং কয়েকটি রাষ্ট্রপক্ষের মাধ্যমে প্রত্যাহার করা হয় এবং বাকিগুলোতে অব্যাহতি পেয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯