
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বেশকদিন ধরে চলছে মহাজোট গঠনে আসন নিয়ে ভাগাভাগি নিয় দেনদরবার। বিগত সময়ের মত এবারও মহাজোট গঠিত হলে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করে নিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন করতে হবে। এরি মাঝে মহাজোটে না থাকলেও তৃণমুল বিএনপিকে নিয়ে আরো টেনশনে পড়েছে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা। জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামীলীগ এবং ৫টি আসনেই জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেছে। একইভাবে ৫টি আসনের মধ্যে ৪টি আসনে তৃণমুল বিএনপির প্রার্থী রয়েছে। এ ছাড়াও অন্যান্য দলের আরো বেশকজন প্রার্থী রয়েছে এখানে, যদিও তারা তেমন একটা আলোচনায় নেই এখানে। নির্বাচন কমিশন সুত্র বলছে, আগামী ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরি মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত পৌছাবে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলীয় মহাজোট। সেই পর্যন্ত চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে আওয়ামীলীগ সহ তাদের শরীকদলগুলোকে। যেখানে শরীক দলগুলো নিয়মিত ধর্ণা দিচ্ছে আওয়ামীলীগ নেতাদের কাছে। তারা চায় নৌকা নিয়ে নির্বাচন করতে। এমন পরিস্থিতিতে এখনো সমঝোতা হয়নি মহাজোটের। তবে ১৭ ডিসেম্বর শেষ বিকেল পর্যন্ত এই উদ্বেগ উৎকণ্ঠা কাটছেনা প্রার্থীদের। তবে এসব নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মাঝেও চলছে নানা ধরণের জল্পনা কল্পনা সহ নানা গুজব। এর অবসান হবে ১৭ ডিসেম্বর। রূপগঞ্জ আসনে তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া ও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম রয়েছেন নির্বাচনে। গুঞ্জন চলছে এ আসনে নৌকার প্রার্থীকে গাজীকে বসিয়ে দিতে পারে আওয়ামীলীগ। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়াও করবেন প্রত্যাহার। মহাজোট গঠিত হলে নির্বাচনে থাকছেন না সাইফুল ইসলামও। ফলে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য ছোটদলগুলোর প্রার্থীর সঙ্গে লড়াই করে জয়ী হতে হবে তৈমূর আলমকে। আড়াইহাজার আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু ও জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন। মহাজোট হলে এখানে নৌকার প্রার্থী থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বাবুকে সমর্থন করে প্রত্যাহার করতে হবে লোটনকে। অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে নির্বাচনে লড়বেন বাবু। সোনারগাঁ আসনে প্রায় এক ডজন খানিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪জন, যারা আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত। যার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল রয়েছেন হেভিওয়েট প্রার্থী। এখানে নৌকার প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা রয়েছেন। একাধিক প্রার্থী থাকলেও মুলত মুল সমীকরণ এই তিন প্রার্থীকে ঘিরে। মহাজোট গঠিত হলে এই আসনটি আবারো জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হবে এবং খোকাই হবে মহাজোটের প্রার্থী। তবে নির্বাচনী মাঠে থাকবেন মাসুদ দুলাল। যদি তিনজনকেই এখানে নির্বাচনী মাঠে ওপেন করে দেয়া হয় তাহলে এখানে হবে ত্রিপক্ষীয় নির্বাচনী ভোটের লড়াই। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও তৃণমুল বিএনপি সহ ৯টি দলের প্রার্থী রয়েছে। যদিও স্থানীয়রা মনে করছেন এ আসনের বর্তমান এমপি শামীম ওসমান যেহেতু নৌকার প্রার্থী হয়েছেন, ফলে এখানে নৌকার প্রার্থীই থাকবে। ফলে মহাজোট হলে জাতীয পার্টির প্রার্থী সালাউদ্দীন খোকা মোল্লাকে প্রত্যাহার করা হতে পারে। তবে অন্যতম প্রতিদ্বন্ধি হিসেবে তুণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আলী হোসেন থাকবেন নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে। সেক্ষেত্রে শামীম ওসমানের প্রধান প্রতিদ্বন্ধি হয়ে যেতে পারে আলী হোসেন। মাঠে থাকবেন অন্যান্য দলগুলোর প্রার্থীরাও। সদর-বন্দর আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়া হয়নি। এখানে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী বর্তমান এমপি সেলিম ওসমান। এখানে তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়াকেই মনে করা হচ্ছে সেলিম ওসমানের প্রধান প্রতিদ্বন্ধি প্রার্থী। কারন এ ছাড়াও আরো তিনটি দলের তিনজন প্রার্থী থাকলেও ভাসানীকেই এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। ফলে এ আসনে সেলিম ওসমানের সঙ্গেও তৃণমুল বিএনপির প্রার্থী ভাসানীর নির্বাচনী মাঠে হবে ভোটের লড়াই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯