আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:১৪

শামীম ওসমানকে কাঠগড়ায় দাঁড়াতে হবে: মাসুম

ডান্ডিবার্তা | ০৯ ডিসেম্বর, ২০২৩ | ১:৪২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, খুব বেশি কিছু না আমরা একটি হত্যাকান্ডের বিচার দাবি করছি।শামীম ওসমানের নির্দেশে ওসমান পরিবারের সদস্যরা ত্বকীকে হত্যা করেছে। আমরা ত্বকী হত্যার বিচার চেয়েছি, পাইনি। প্রধানমন্ত্রীর সংসদের দাঁড়িয়ে যেই বলেছেন, তিনি ওসমান পরিবারকে রক্ষা করবেন সাথে সাথে ত্বকী হত্যার তদন্তের সব বন্ধ হয়ে গেল। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে মেধাবী কিশোর তানভীর মুহাম্মম ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ভাই, পিতা, পরিবারের সদস্যদের হত্যার বিচার কবে পেয়েছেন? আপনি ভোগেছেন তাহলে কেন আমাদের ভোগাচ্ছেন? তিনি বলেন, আমরা ত্বকী হত্যার বিচার চাচ্ছি, পাচ্ছি না। কবে হবে, জানি না। কিন্তু আমরা হাল ছাড়বো না। যতদিন বিচার না হবে আমরা রাস্তায় দাঁড়িয়ে অনবরত বিচার চেয়ে যাবো। তিনি আরও বলেন, সাগর-রুনি, তনু হত্যার বিচার হচ্ছে না। যেখানে নিজের স্বার্থ আছে, সরকার দলীয় লোকজন সম্পৃক্ত, সে সকল হত্যার বিচার তিনি করছেন না। নারায়ণগঞ্জের ৭ খুনের মামলা হাইকোর্টে যাবার পর বছরের পর বছর পার হচ্ছে কিন্তু চূড়ান্ত শুনানি হচ্ছে না। চঞ্চল, বুলুসহ নারায়ণগঞ্জের এমন অনেক হত্যাকান্ডের বিচার পাইনি শুধু ওসমান পরিবার জড়িত তাই। মাসুম বলেন, শামীম ওসমান সাংবাদ সম্মেলন করে বলেছে, ত্বকী হত্যার সাথে জড়িত না থাকলে বিচার চান। আপনি এ হত্যার সাথে জড়িত সেটা তদন্তকারী সংস্থা র‌্যাব বলেছে। আমরা বিভিন্ন থেকে দাবি করছি। কারা ত্বকীকে হত্যা করেছিল, কারা জাড়িত ছিল, কার নেতৃত্বে হয়েছে এসব বলেছে র‌্যাব। আর আপনি অনেক নাটক করেছেন ত্বকী হত্যা থেকে নিজেকে বিরত দেখানোর জন্য। সেটা সম্ভব না। বিচার আপনার হবে। আবার মনোনয়ন পেয়ে জাতিসংঘকে নসিয়ত দেয়া শুরু করেছেন। আপনি মনোনয়ন বাতিল করলেই বা কি না করলেই বা কি তিনি আরও বলেন, শামীম ওসমান মনে করছেন, পার পেয়ে গেলেন। আবার এমপি হবেন। হোন কিন্তু ত্বকী হত্যার দায় থেকে কোনো অবস্থাতেই সরতে পারবেন না। আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেদিন আপনার বিচার হবে নারায়ণগঞ্জবাসী ওই দিনের অপেক্ষায়। সেদিন আপনি বুঝবেন ক্ষমতা কি জিনিস! মাসুম বলেন, শেখ হাসিনা আপনার বিচার ওই উপরওয়ালা করবে। আপনি পার পাবেন না। ত্বকী হত্যার বিচার না করে আপনি অনেক বড় অন্যায় করে গেলেন। এর খেসারত আপনাকে দিতে হতে পারে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের এ আয়োজনে সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহŸায়ক রফিউর রাব্বি, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি শ্রীনিবাস দেব, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, গণসংসহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ৷




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা