
ডান্ডিবার্তা রিপোর্ট আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপিই প্রধান বিরোধি দল ও সরকার বিরোধি একমাত্র মহাজোট। এমন দাবি করেছেন দলটির মহাসচিব এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার পৈতৃক বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তৈমুর বলেন, জাতীয় পার্টি সরকারি দলের সাথে মহাজোটে আছে। তারা মন্ত্রী পরিষদেও গিয়েছে। তাই তার বিরোধি দল হতে পাতে না। তৃণমূল বিএনপি-ই প্রধান বিরোদি দল। আমাদের সাথে ৮/১০টি দল জোটভুক্ত হয়েছে। তৃণমূল বিএনপির সাথে ইউরোপীয়ান ইউনিয়নের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তৈমুর আলম খন্দকার বলেন, আমরা এতো অল্প সময়ে সারা দেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি এতে ইউরোপীয়ান ইয়নিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট আছে। আমরাও নির্বাচনের পরিবেশ পিরিস্থিতির বিষয়ে তাদেরকে অবগত করেছি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ সরকারি দলের এতোগুলো এমপি মন্ত্রীকে আচরণবিধি লংঘনের দায়ে শোকজ কিরেছে এটা ইতিপূর্বে আর কখনও হয় নি। তৈমুর আলম খন্দকার বলেন, তাই আমি আশা করছি প্রধানমন্ত্রী তার দেয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। বরাবরের মতো এবারও দৃঢ়তার সাথে তিনি বলেন, তৃণমূল বিএনপি সরকারের সাথে কখনোই জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকার বিরোধি এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট তৃণমূল বিএনপি নামেই হবে। অন্য কোন দলের নাম হবে না। নির্বাচন কমিশনের প্রতি কোন অভিযোগ না থাকলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর। সরকারি দলের এমপি মন্ত্রীদের পক্ষপাতিত্বসহ নাশকতায় জড়িত নেই বিএনপির এমন সাধারণ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রাবি করছে অভিযোগ তুলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান তিনি। তৈমুর বলেন, বিএনপির সবাইতো গাড়িতে আগুন দেয় নাই। যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। তবে যারা এর সাথে জড়িত নেই তাদের হয়রানি বন্ধ করা হোক। প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করছি। রাজনৈতিক কারাবন্দিদের জামিন দিলে যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধও জানান তৃণমূল বিএনপির মহাসচিব এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর আগে নিজের নির্বাচনী এলাকা ও পৈতৃক বাড়ির পাশে জুম’আর নামাজ আদায় করেন তৈমুর আলম খন্দকার। নামাজ শেষে মুসুল্লি ও নিকট আত্মীয়-স্বজনদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯