
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার পোশাক ও ডায়িং কারখানার গ্যাস–সংকটে সমাধানে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি দিয়েছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এবং সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। গত মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এই চিঠি পাঠান তিনি। চিঠিতে সদর-বন্দর আসনের গত ২ বারের এমপি সেলিম ওসমান জানান,‘গত ১৬ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ অঞ্চলে গ্যাসের কোনো প্রবাহ নেই। গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আমি নারায়ণগঞ্জে গ্যাস না থাকার বিষয়টি উত্থাপন করলে তৎকালীন উপদেষ্টা মহোদয় পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ওই নির্দেশনা মোতাবেক ১০ নভেম্বর গ্যাসের চাপ ৩-৪ পিএসআই পাওয়া যায়। তবে ঠিক পরের দিন থেকেই এখন অবধি গ্যাসের প্রবাহ পূর্বের ন্যায় শূন্যে নেমে এসেছে।’ এমপি সেলিম ওসমান আরো বলেন, ‘গড়পড়তা সমীক্ষায় আমরা জানতে পেরেছি, গ্যাস না থাকায় একটি ছোট কারখানাকে প্রতিদিন তিন থেকে চার লাখ টাকার ডিজেল কিনতে হচ্ছে। মধ্যম মানের কারখানার ক্ষেত্রে এটি ছয় থেকে সাড়ে আট লাখ টাকা। আর বড় কারখানাগুলোকে দিনে ১০-১৫ লাখ টাকার ডিজেল কিনতে হচ্ছে। প্রতিদিন এই বিপুল অঙ্কের টাকার ডিজেল কিনে কারখানাগুলোর পক্ষে উৎপাদন পরিচালনা করা রীতিমতো অসম্ভব।’ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ অঞ্চলে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্পকারখানাগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় পড়ে সরকারকে যেন বিব্রত হতে না হয়, সে ব্যাপারে আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি।’ বিকেএমইএর সভাপতি আরো বলেন, কিছুদিন আগেই মজুরি বৃদ্ধি নিয়ে ঢাকা ও গাজীপুরে মারাত্মক শ্রম অসন্তোষ হয়েছিল। শুধু নারায়ণগঞ্জ শিল্প এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু নির্বাচনের ঠিক আগে শুধু নারায়ণগঞ্জের মতো শিল্পঘন অঞ্চলে গ্যাস সরবরাহ না করার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করছে, যা এই অঞ্চলের দেড় হাজার উদ্যোক্তার কারখানা পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করেছে। গ্যাস–সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্য জাহাজীকরণ করা সম্ভব হয়নি। ফলে বেতন-ভাতা পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জের ৫৬৭টি পোশাক ও ডায়িং কারখানা পৌনে দুই মাস ধরে গ্যাস সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠানের পক্ষেই ডিজেল কিনে উৎপাদন পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পণ্য উৎপাদন না করায় লিড টাইম অনুযায়ী রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক প্রতিষ্ঠান এখনো গত মাসের (নভেম্বর) বেতন পরিশোধ করতে পারেনি। আগামী দিনগুলোতে কারখানা চালানো এককথায় অসম্ভব হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের শ্রমিক অসন্তোষ দানা বাঁধতে পারে, এমন আশঙ্কার কথাও জানান তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯