আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৪৬

বন্দরে ২০নং ওয়ার্ডে তীব্র পানি সংকট

ডান্ডিবার্তা | ০৯ ডিসেম্বর, ২০২৩ | ৩:১৬ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২০নং ওয়ার্ডে পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে ওয়াসার পানি সরবরাহ পাম্প বিকল হওয়ায় সোনাকান্দা পানির ট্যাংকি, হাজীপুর, মৃধাবাড়িসহ আশ পাশের সবক’টি মহল্লায় পানি সংকট তীব্র আকারে ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। কয়েকদিন ধরে গোটা সোনাকান্দা এলাকায় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। সোনাকান্দা এলাকার জহিরুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার কোথাও কোন পানি নেই। সোনাকান্দায় অবস্থিত ওয়াসার পাম্প হাউজ থাকলেও সেই পাম্পের মেশিন অনেক দিন ধরে বিকল রয়েছে। অপরদিকে সোনাকান্দা হাট এলাকার পাম্প হাউজের পাম্পও বিকল হয়ে রয়েছে। বিকল মেশিনারীগুলো সংস্কারের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছেনা। এভাবে মানুষ কতদিন পানিবিহীন জীবন পান করবে। পানি ছাড়া জীবন কখনো চলতে পারেনা। একই এলাকার বাসিন্দা সাইফুল জানান, আমরা অনেক আশাবাদী ছিলাম যেহেতু ওয়াসার প্রজেক্টটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নিয়েছেন সেহেতু হয়তোবা আমাদের দীর্ঘ দিনের পানি সমস্যার অবসান হবে। কিন্তু এখন দেখছি সমাধাণতো দূরের কথা অদ্যাবধি আমরা ঠিকমত পানিই পাইনা। এভাবে আর কতদিন চলবে আমরা জানিনা। আমরা বাঁচতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এর আগেও আমরা এই পানি সমস্যার জন্য আন্দোলন করেছি। মানববন্ধন থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলনও করেছি। তখন কিন্তু কর্তৃপক্ষ ঠিকই পদক্ষেপ নিয়েছিল। পরিস্থিতি সে পর্যায়ে গেলে আমরা আবারো আন্দোলন কর্মসূচীতে যেতে বাধ্য হবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা