
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম। আর এ সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জের হেফত নেতারা প্রস্তুতি নিচ্ছেন। যে কোন মূল্যে তারা হেফাজতের সমাবেশ সফল করতে অঙ্গিকারবদ্ধ। তারা বলেন, যত বাধাই আসুক আমরা সমাবেশ সফল করবই। যদিও অরাজনৈতিক সংগঠন। তবে এ বিষয়ে ইসির করণীয় কী— এ প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, হেফাজতের সমাবেশের বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকরা ইসি সচিবের কাছে জানতে চান যে আগামী ২৯ ডিসেম্বর সমাবেশ ডেকেছে হেফাজত। তারা অরাজনৈতিক সংগঠন। এ বিষয়ে ইসির করণীয় কী? জবাবে ইসি সচিব বলেন, বিষয়টি আমার পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন যদি মনে করে কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কমিশন সেটা করবে। বিএনপি ঘোষিত মানববন্ধন কর্মসূচির বিষয়ে ইসি কিছু করণীয় আছে কিনা- জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে- তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে। ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো কোনো সভা-সমাবেশ করলে সেটি ইসির এখতিয়ারের মধ্যে কিনা? জবাবে ইসি সচিব বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনি পরিপন্থি হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধি-বিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯