আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৫৪

উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জ ক্লাব লি: এর নির্বাচন সম্পন্ন টিটু সভাপতি-পরিচালকসহ ১০ জন নির্বাচিত

ডান্ডিবার্তা | ১০ ডিসেম্বর, ২০২৩ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দিনভর ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্ব›িদ্বতায় একাধিকবারের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু পঞ্চম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল হক। নির্বাচনে ২০৩৬ জন ভোটারের মধ্যে ১৪০৮ জন ভোট প্রদান করেন। বেশ কয়েক বছর ক্লাব পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সকলে নির্বাচিত হওয়ায় ভোটারদের আগ্রহ তেমন ছিল না বলে সাধারণ ভোটারদের ধারণা। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের উৎসাহের পাশাপাশি ক্লাব সদস্যদের মধ্যে প্রচুর উৎসাহ ছিল। এবারের নির্বাচন অনেকটাই প্রতিদ্ব›িদ্বতাপূর্ন হয়েছে। সাধারণ সদস্যরা ও ভোটাররা প্রতি বৎসর এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেছেন, নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন হলে ক্লাব সদস্যদের মধ্যে দেখা সাক্ষাতসহ ক্লাব সাধারণ সদস্যদের মিলন মেলায় পরিনত হয়। এবারের নির্বাচনে সিনিয়ন সহ-সভাপতি পদে বিপ্লব সাহা রামু ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মারুফ আহমেদ পেয়েছেন ৬১২ ভোট। সহ সভাপতি পদে এস এম রানা ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সাইফুল্লাহ হৃদয় পেয়েছেন ৬০৭ ভোট। পরিচালক পদে ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ১৩৪৫ ভোট, ইফতেখারুল আহাম্মদ পলক ১৩৩৫ ভোট, দুলাল মল্লিক ১৩১৮ ভোট, সেলিম রেজা সিরাজী ১৩০২ ভোট, সাইফুর রহমান ১২৮৮ ভোট, তাইজুদ্দিন আহাম্মদ ১২৩৯ ভোট, মনিরুল হাসান ১২৩৬ ভোট ও সোহাগ রনি ১২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সদস্য পদে দিলারা মাসুদ ময়না ৭০২ পেয়েছেন। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাব সদস্যদের মধ্যে নির্বাচন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা ছিল। গতকাল রোববার নির্বাচনে দিনভর ক্লাব সদস্যদের পদ চারনায় নারায়ণগঞ্জ ক্লাব ছিল মুখরিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা