আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৫২

গুপ্ত হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জামাতের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১০ ডিসেম্বর, ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নি¤œ আদালতে প্রহসনের বিচার, ফরমায়েসী রায় ও গুপ্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী। গতকাল শনিবার মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসেনের নেতৃত্বে নগরীর ডিআইটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ থানা ও ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগরীর সহকারী সেক্রেটারি জামার হোসাইন বলেন, স্বৈরাচারী সরকার জনগণের সকল ধরনের অধিকার হরণ করেছে। বর্তমান তরুণ প্রজন্মের ভোটের অধিকারও হরণ করেছে এই বাকশালি আওয়ামী লীগ। তরুণ প্রজন্ম নতুন ভোটার হয়েও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি আরও বলেন, জনগণ যখন অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে তখন হামলা, মামলা ও গ্রেফতার করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আদালতকে অপব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্বিচারে দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিচারের নামে প্রহসন করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিরোধী দলের নেতাকর্মীদের শাস্তি দেয়ার চক্রান্ত চলছে। আদালতকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে ব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। তিনি আরো বলেন, অতি দ্রæত আমীরে জামায়াতসহ বিরোধী দলের সকল নেতৃবৃন্দেকে মুক্তি দিয়ে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা