
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৬ শতাংশ জায়গা অবৈধভাবে দখলে নিতে রবিবার বিকেলে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগী ও উক্ত জায়গার মালিক শাহ আলম মোল্লা। পেশায় তিনি ঢাকা ওয়াসা শ্রমিক কর্মচারী এসোসিয়েশন ও সমবায় সমিতির সহ-সভাপতি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ শাহ আলম মোল্লা সাংবাদিকদেরকে জানান, ‘২০১৬ সালে সাফ কাবলা দলিল মূলে কাঁচপুর মৌজায় এস এ ও সি এস দাগ নং-১১৬০ অনুযায়ী রেকর্ডিয় মূল মালিকের কাছ থেকে ৯৫ শতাংশ জায়গা থেকে ১৬ শতাংশ জায়গা ক্রয় করি। পরবর্তীতে একটি সন্ত্রাসী চক্র উক্ত জায়গা দখলে আদালতে ৩টি মামলা দায়ের করে। আদালত ৩টি মামলাই খারিজ করে দেয় এবং রেকর্ডিয় মূল মালিকের পক্ষেই রায় দেয়। পরে তাদেরকে রেকর্ড সংশোধন করে আসার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় ভূমিদস্যু চক্র উক্ত জায়গা দখলে মরিয়া হয়ে ও ভূয়া কাগজপত্র সৃজন করে অন্যত্র উক্ত ১৬ শতাংশ জায়গা বিক্রয় করে। সে প্রেক্ষিতে একটি সন্ত্রাসী দল রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার জায়গায় প্রবেশ করে বাড়ির মূল প্রবেশ গেইট, দেয়াল ও ভিতরে থাকা স্থাপনা ব্যাপকভাবে ভাংচুর করে প্রায় আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে। সোনারগাঁ থানার এস আই (উপ-পরিদর্শক) জহিরুল ইসলামের সম্মুখে তারা সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালায়। আমার ভাতিজা মাসুম সন্ত্রাসীদের বাধা প্রদান করলে তাকে ও আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে এস আই জহিরুল আমার ভাতিজা মাসুমকে পুলিশের গাড়িতে তুলে মানহানী করে। এ বিষয়ে রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনকে মুঠোফোনে সমস্ত বিষয়ে অবগত করেছি। তিনি সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আমি আইনের সুশাসন চাই এবং দখলবাজ ও ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি’। এ বিষয়ে এস আই জহিরুল ইসলামের সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯