আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:০৯

সোনারগাঁয়ে অবৈধভাবে জায়গা দখলে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ

ডান্ডিবার্তা | ১১ ডিসেম্বর, ২০২৩ | ৬:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৬ শতাংশ জায়গা অবৈধভাবে দখলে নিতে রবিবার বিকেলে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগী ও উক্ত জায়গার মালিক শাহ আলম মোল্লা। পেশায় তিনি ঢাকা ওয়াসা শ্রমিক কর্মচারী এসোসিয়েশন ও সমবায় সমিতির সহ-সভাপতি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ শাহ আলম মোল্লা সাংবাদিকদেরকে জানান, ‘২০১৬ সালে সাফ কাবলা দলিল মূলে কাঁচপুর মৌজায় এস এ ও সি এস দাগ নং-১১৬০ অনুযায়ী রেকর্ডিয় মূল মালিকের কাছ থেকে ৯৫ শতাংশ জায়গা থেকে ১৬ শতাংশ জায়গা ক্রয় করি। পরবর্তীতে একটি সন্ত্রাসী চক্র উক্ত জায়গা দখলে আদালতে ৩টি মামলা দায়ের করে। আদালত ৩টি মামলাই খারিজ করে দেয় এবং রেকর্ডিয় মূল মালিকের পক্ষেই রায় দেয়। পরে তাদেরকে রেকর্ড সংশোধন করে আসার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় ভূমিদস্যু চক্র উক্ত জায়গা দখলে মরিয়া হয়ে ও ভূয়া কাগজপত্র সৃজন করে অন্যত্র উক্ত ১৬ শতাংশ জায়গা বিক্রয় করে। সে প্রেক্ষিতে একটি সন্ত্রাসী দল রবিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার জায়গায় প্রবেশ করে বাড়ির মূল প্রবেশ গেইট, দেয়াল ও ভিতরে থাকা স্থাপনা ব্যাপকভাবে ভাংচুর করে প্রায় আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে। সোনারগাঁ থানার এস আই (উপ-পরিদর্শক) জহিরুল ইসলামের সম্মুখে তারা সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালায়। আমার ভাতিজা মাসুম সন্ত্রাসীদের বাধা প্রদান করলে তাকে ও আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে এস আই জহিরুল আমার ভাতিজা মাসুমকে পুলিশের গাড়িতে তুলে মানহানী করে। এ বিষয়ে রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনকে মুঠোফোনে সমস্ত বিষয়ে অবগত করেছি। তিনি সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আমি আইনের সুশাসন চাই এবং দখলবাজ ও ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি’। এ বিষয়ে এস আই জহিরুল ইসলামের সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা