আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:০৬

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাং’র তান্ডব

ডান্ডিবার্তা | ১১ ডিসেম্বর, ২০২৩ | ৬:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগ্যাং লিডার আশিক ও তার বাহীনির সদস্যরা একটি বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ টাকা, মোবাইল ও স্বর্নালংকার লুটপাট করেছে। এতে দুই নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- মনির হোসেন, রিনা বেগম, আবির, বাবুল, সায়মা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গতকাল রোববার দুপুরে মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের দ্রæত উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন/ভর্তি রয়েছেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মশিউর রহমান নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এ ঘটনায় আহত মনিরের স্ত্রী রীনা সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্র ও আহত রীনা জানান, তাদের প্রতিপক্ষ সেলিম কিশোরগ্যাং লিডার আশিককে ভাড়া করে নিয়ে এসে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। সেলিমদের সাথে একটি জমি নিয়ে আদালতে মামলা চলছিলো। ওই মামলায় তাদের পক্ষে রায় পাওয়ায় সে এ হামলার ঘটনা ঘটিয়ে তাদের ঘরবাড়ি ছাড়া করতে চেয়েছে। তিনি জানান, গতকাল রোববার দুপুরের দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত কিশোরগ্যাং লিডার আশিক ও তার বাহীনির সদস্য করিম বাদশা, জনি, মামুন, মানিক, সেলিম, রায়হান, আকাশসহ ৫/৬ জন এ হামলা চালায়। এসময় তারা ঘরের ভেতরে আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণের গয়না ১৪ আনা, নগদ ২’লাখ টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান নয়ন বলেন, এ ঘটনায় আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা