আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৪৫

আইনজীবী লাঞ্ছিত ও মানববন্ধন পÐ

ডান্ডিবার্তা | ১১ ডিসেম্বর, ২০২৩ | ৬:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মানববন্ধনে বাধা দিয়ে কর্মসূচি পÐ করে দিয়েছে সরকার দলীয় আইনজীবীরা। গতকাল রোববার নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি ঘিরে সকাল থেকেই পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওযা হয়। মানবাধিকার লঙ্ঘনে শিকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে উপস্থিত হলেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে কর্মসূচি শুরু করেন। বক্তব্য চলাকালে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া কর্মসূচিতে বাধা দেন। তারা বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়নকে মারধর করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন। এ সময় জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলকে বলতে শোনা যায়, আইনজীবী ছাড়া বাইরের লোকজন নিয়ে এখানে কর্মসূচি করবা, এটা কেমন কথা? আইনজীবীদের নিয়ে করো। অ্যাডভোকেট ওমর ফারুক নয়নকে লাঞ্ছনা করার প্রসঙ্গে জানতে চাইলে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল সাংবাদিকদের বলেন, এখানে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি কি এখানে আইনজীবী হিসেবে এসেছেন? আদালতে বাইরের লোক নিয়ে কোনো আইনজীবী এখন পর্যন্ত কর্মসূচি করেননি। তিনি কীভাবে বাইরে থেকে মহিলাদের এনেছেন এখানে? বারের অনেক মহিলা আইনজীবীরা আছেন, তাদের নিয়ে তিনি কর্মসূচি করতে পারতেন। যাই হোক বাইরের লোকদের এনে কাউকে শো-অফ করতে দেওয়া হবে না। জেলা বারের সভাপতি আরও বলেন, এখানে বিএনপি-জামায়াত কিছু করার চেষ্টা করেবে আমরা তা হতে দেব না। আমরা আমাদের বার ও আইনজীবীদের নিরাপত্তায় যা করা দরকার করেছি এবং করব। আইনজীবীরা আমাদের সেই দায়িত্ব দিয়েছেন। তিনি (অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন) হঠাৎ করে বাইরে থেকে মহিলা এনে কেন কর্মসূচি করতে চেয়েছেন। হয়তো হাইলাইট হতে বা নিজে মিডিয়ায় নেতা হতে এমনটা করেছেন। এ ব্যাপারে জানতে অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আদালতপাড়ায় শান্তিপূর্ন মানববন্ধর করছিলাম। এসময় বারের সভাপতি এসে আমাদের মারধর ও মহিলাদের লাঞ্ছিত করে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য রাশিদা জামাল বলেন, আমরা আমাদের কারাবন্দি, নির্যাতিত, গুলিবিদ্ধ, নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করতে চেয়েছিলাম। যেহেতু আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস তাই আমাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরতেই এই কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা উপর হামলা করে মানবাধিকার লঙ্ঘণ করেছে সেই সাথে আমাদের মানববন্ধন পÐ করে দিয়েছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আদালত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে আদালত পাড়া থেকে মহিলা দলের চার নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুরে আদালত পাড়ার থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, আরেকজন মহিলা দল নেত্রী কাজল। এছাড়া অন্য দুজন মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এর আগে, মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে জেলা ও মহানগর বিএনপি। যাতে অংশ নেয় বিএনপি’র নিখোঁজ বিভিন্ন নেতাদের পরিবারের সদস্যসহ মহিলা দল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। তাদের মধ্যে এই চারজনও ছিলেন। তবে আটক করার সময় সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি ডিবি পুলিশের সদস্যরা। মহিলাদল নেত্রীরা আদালত পাড়ায় মানববন্ধন করতে গেলে আওয়ামী পন্থি আইনজীবীরা তাদের মানববন্ধনে বাধা দেয় এবং লাঞ্ছিত করে বের দেয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা