বিএনপি রাজপথে বার বার ব্যর্থ!

ডান্ডিবার্তা | ডিসেম্বর ১৩, ২০২৩, ৭:২৭ | Comments Off on বিএনপি রাজপথে বার বার ব্যর্থ!

ডান্ডিবার্তা রিপোর্ট গত ২৮ অক্টোবরের পর বিএনপির নেতাকর্মীরা রাজপথে বড় আকারে জমায়েত হয়ে কর্মসূচি পালন করতে পারছে না। দফায় দফায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঝটিকা মিছিলের মাধ্যমে হরতাল-অবরোধ পালন করে আসছে দলটির নেতাকর্মীরা। কিন্তু দীর্ঘ ৪৩ দিন পর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালনকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বড় জমায়েত হওয়ার আশ্বাস দিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি ছিলো বর্তমানে যত মামলা-হামলা যাই থাকুক না কেন। আত্মগোপনে থেকে হলে ও কৌশলে মানববন্ধন সফল করা হবে। কিন্তু গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালতপাড়ার বার ভবনের সামনে যে মানববন্ধনের আয়োজন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ তা চোখের পলকেই আওয়ামীপন্থী আইনজীবীদের বাধার মুখে পন্ড হয়ে যায়। তা ছাড়া বিএনপির এই মানববন্ধনকে ঘিরে সকাল থেকেই চাঁনমারী আদালতপাড়ায় ছিলো সকাল থেকেই পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এমনকি আদালতপাড়ার মূল ফটকের গেইট বন্ধ রেখে সেখানে অবস্থান করে পুলিশ। কোন নারীদের আলাদাতপাড়ায় ঢুকতে দেওয়া হয়নি ছিলো কড়া নিরাপত্তা। এদিকে মানববন্ধন পন্ড হওয়ার পর আদালতপাড়ার বাহিরে থেকে নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাধারন সম্পাদক রুমা আক্তার, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সানজিদা আক্তার, সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার এই চারজনকে আটক করে (ডিবি) পুলিশ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, যেহেতু বর্তমানে বিএনপির নেতাকর্মীরা মামলায় জর্জরিত যার কারণে নেতাকর্মীরা থাকবে না কিন্তু ভুক্তভোগীদের ফ্যামিলির অনেকেই থাকবে। কিন্তু এটা ও দেখা যায়নি তা ছাড়া আইনজীবীদের থাকার কথা থাকলে ও শুধু বিএনপির প্যানেলের নয়ন ছাড়া কেউ সেখানে দাড়াঁতে সাহস পায়নি বলে ও জানা গেছে। তাছাড়া বিএনপির দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. হেলালকে আদালতপাড়ার আশেপাশে ঘুরাফেরা করতে দেখা গেলে ও মানববন্ধনের ব্যানারের পিছনে আসেনি তিনি। এমনকি পুলিশের কড়া নিরপত্তায় আদালতপাড়া থাকায় দূর থেকেই দেখে অনেকে উধাও হয়ে পরেন। মহানগর বিএনপির সদস্য শিবলীসহ আরো অনেকেকে আলাদাপাড়ায় এসে ঘুরতে দেখা গেলে ও মানববন্ধন যেমন অন্য দলের এমনই ভূমিকা ছিলো তাদের। তাদের লক্ষ্য ছিলো এই মানববন্ধনে তারা নেতাকর্মীদের জমায়েতে তাদের মনোবল আবারো চাঙ্গা করবেন কিন্তু সব কিছুতেই ধূলোস্বাদ। যা দেখে বুঝা গেলো প্রস্তুতি থাকলে ও দিন শেষে ব্যর্থতার বোঝাই মাথায় নিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি। সূত্র বলছে, গত বছরের ১০ ডিসেম্বরকে ঘিরে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিলো, এই বছর এই ১০ ডিসেম্বরকে ঘিরে আবারো উত্তেজনার দেখা মিললে ও সব শেষে ফলাফল সেই বিগত দিনের মতো শূণ্যই হয়ে রইলো। এদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, যারা বড় বড়পদ নিয়ে বসে আছে তারা যদি একত্রিত হয়ে রাজপথে নামা শুরু করে একে একে সকলেই নামতে শুরু করবে। কিন্তু সব পর্যায়ের নেতাকর্মীরাই বর্তমানে পালিয়ে বা আত্মগোপনে রয়েছে। যাকে ঘিরে যতোই মানববন্ধন হোক না কেন বিএনপি বড় জমায়েতে সামনে আরো কর্মী সংকটে পরবে। বিএনপির আরো একাধিক নেতাকর্মীরা বলছে যেহেতু নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপির একাধিক আইনজীবী রয়েছে তারা আজকে এই মানববন্ধনে কেন পালিয়ে আবার অনেকে থাকলে ও তারা কেন আজকে ব্যনারের পিছনে আসতে ভয় পাচ্ছে। এতেই বোঝা যায় বিএনপির নেতাকর্মীদের মনোবল প্রায় নষ্ট হয়ে গেছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালনকালে মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি খুন-গুমের পরিবারের স্বজন ও বিএনপির আইনজীবীরা। যাকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচি আওয়ামীপন্থী আইনজীবীদের বাঁধার মুখে পন্ড করে দেয়। এ সময় মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় জেলা বারের সভাপতি এড. ফেরদৌস জুয়েল ও সাধারন সম্পাদক এড. মহিসিন মিয়া এছাড়া ও এদের নেতৃত্বে আরো অনেক আওয়ামী লীগপন্থীরা বিএনপির ভুক্তভোগী স্বজন ও আইনজীবীদের ধাক্কিয়ে ধাক্কিয়ে আলাদাপাড়া থেকে বের করতে দেখা গেছে। কিন্তু প্রতিবাদে বিএনপির কাউকে দেখা যায় না। যা বলতে বুঝা যাচ্ছে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ভিতরে ভয় ঢুকে গেছে। তৃণমূল পার্যায়ের নেতাকর্মীরা বলছে, বিএনপি তাদের ভয়কে ভূলে গিয়ে রাজপথে নামতে না পারলে তাদের যে লক্ষ্য ৭ জানুয়ারী নির্বাচন প্রতিহত করা এটাতে ও তারা ব্যর্থ হবে। এদিকে গতকাল মঙ্গলবার থেকে ৩৬ ঘন্টার বিএনপির অবরোধ কর্মসূচি চলছে। বর্তমানে অবরোধের নামে ঝটিকা মিছিল ছাড়া বিএনপির বড় জমায়েত করার শক্তি নেই বলছে অনেকেই। তাছাড়া নির্বাচনের আগমুহুর্ত্বে বড় কোন সভা-সমাবেশের আকাঙ্ক্ষা ও পাওয়া যাচ্ছে না।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪